ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কারখানা স্থানান্তরের ডামাডোলেও চামড়া পণ্য রফতানি বেড়েছে

প্রকাশিত: ০৪:২১, ১৫ জানুয়ারি ২০১৭

কারখানা স্থানান্তরের ডামাডোলেও চামড়া পণ্য রফতানি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৬ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৯৯৯ কোটি টাকা; যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায়ও ১১ দশমিক ৯৩ শতাংশ বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে এ খাতে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানুয়ারি মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-ডিসেম্বর মেয়াদে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৭ কোটি ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৬ মাসে কাঁচা চামড়া রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ সময়ের মধ্যে আয় হয়েছে ১৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৮৪ শতাংশ বেশি। গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে কাঁচা চামড়া রফতানিতে আয় হয়েছিল ১৩ কোটি ২০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায়ও এ বছরের প্রথম ৬ মাসে চামড়ার রফতানি আয় ২ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ১৭ কোটি ৬৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এ খাতের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ কোটি ১২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৮৯ শতাংশ কম। তবে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসে এ খাতের রফতানি আয়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রফতানি আয় ১৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে চামড়ার জুতা রফতানিতে আয় হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ২০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের রফতানি আয় ১২ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়ার জুতা রফতানিতে আয় হয়েছিল ২৫ কোটি ২০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
×