ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৯, ১৫ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে প্রধান সূচক বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ বা ১৬০ দশমিক ৬৩ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৭ হাজার ১৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৬ হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সেই হিসেবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৫২ কোটি ৭০ লাখ টাকা বা ১৩.৫৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ দশমিক ১৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৯০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৪ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ বা ১৬০ দশমিক ৬৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ বা ৪৬ দশমিক ২৭ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭০ শতাংশ বা ২০ দশমিক ৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টি কোম্পানির। আর দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১০ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৯ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের লেনদেন ৬.৫৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। আর লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন বেড়েছে ৯.০২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পাওয়ার, বিডি থাই এ্যালুমিনিয়াম, শাশা ডেনিমস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৭৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬৪ কোটি ২৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ২৪.৩৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৯ কোটি ২৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ২১ দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬২ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ২১.৬৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ২১.৩৩ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সে ১৯.৫২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ১৮.৯৩ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডে ১৮.৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সে ১৭.৮৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকে ১৭.১৭ শতাংশ দর বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টি কোম্পানির। আর দর কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।
×