ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানিংকে ক্ষমা করা হলে যুক্তরাষ্ট্রে সমর্পিত হতে রাজি এ্যাসাঞ্জ

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জানুয়ারি ২০১৭

ম্যানিংকে ক্ষমা করা হলে যুক্তরাষ্ট্রে সমর্পিত হতে রাজি এ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হতে রাজি আছেন যদি প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক মার্কিন সৈন্য চেলসিয়া ম্যানিংকে মার্জনা করেন। এসপিওনাজ আইন ভঙ্গ করে উইকিলিকসের কাছে তথ্য পাচারের দায়ে চেলসি (ব্র্যাডলি) ম্যানিং এখন জেল খাটছেন। খবর এএফপির। গোপন তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকস বৃহস্পতিবার জানিয়েছে, যদি ওবামা ম্যানিংকে ক্ষমা করে দেন তবে এ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে যাবেন। এ্যাসাঞ্জ সুইডেনে যৌন হয়রানির অভিযোগের মামলায় গ্রেফতার এড়ানোর জন্য লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে ২০১২ সালের জুন মাস থেকে অবস্থান করছেন। সাবেক অস্ট্রেলিয়ান কম্পিউটার হ্যাকার এ্যাসাঞ্জ জানান, তিনি ভয় পাচ্ছেন স্টকহোম হয়ত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। সাবেক মার্কিন সেনা ম্যানিং মার্কিং পররাষ্ট্র দফতরের ৭০ হাজারেরও বেশি গোপন নথি ফাঁস করায় বর্তমানে ৩৫ বছরের কারাদ-াদেশ মাথায় নিয়ে জেল খাটছেন। জুলি বিশপের পিঠটান আর্র্থিক কেলেঙ্কারির অভিযোগে একটি গুরুত্ব সরকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। ভিক্টোরিয়া রাজ্যে মরিংপোর্টসিতে শনিবারের বার্ষিক ওই পোলো খেলার অনুষ্ঠানে সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন। আবে’র কারণেই তিনি অনুষ্ঠানে থাকছেন না বলে শুক্রবার রাতে তার দফতর থেকে জানান হয়েছে। -সিডন মর্নিং হেরাল্ড কেরির শেষ সফর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার মেকং নদী ঘুরে বেড়ান এবং ভিয়েতনাম যুদ্ধের যে এলাকায় তিনি অংশ নিয়েছিলেন মানচিত্র দেখে তা চিহ্নিত করেন। এই যুদ্ধের পর তাকে সম্মানসূচক ‘সিলভার স্টার’ দেয়া হয়। কেরি শেষ সরকারী সফরে দুদিন ভিয়েতনামে কাটান। এশিয়া যে ওবামার পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি ছিল তাঁর এই সফরের মধ্য দিয়ে তিনি সে কথাই শেষবারের মতো মনে করিয়ে দেন। এক সময়ের বৈরি দেশ ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। ধারণা করা হয়, চীনের আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ পূর্ব এশিয়াকে গুরুত্ব দিচ্ছে। -এএফপি অ ন ্য র ক ম পুলিশের ভুঁড়ি কেন? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক ব্যক্তির ‘জনস্বার্থে’ করা আবেদনে পুলিশের ভুঁড়ি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দেয়া এক আদেশে ভুঁড়িধারী পুলিশের শারীরিকভাবে সক্ষম থাকা যায় কিনা, আদালত সেই প্রশ্নের উত্তর চেয়েছে। ভারতের অন্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গেও ভুঁড়িধারী পুলিশের সংখ্যা অনেক বেশি। তাদের নিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন কমল দে নামের সাবেক এক সরকারী কর্মকর্তা। তার দাবি, কলকাতা পুলিশের একশ্রেণীর কর্মী ভুঁড়ি থাকার কারণে শারীরিকভাবে সক্ষম নন। -টাইমস অব ইন্ডিয়া
×