ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া, উত্তর কোরিয়া ও পাকিস্তান সম্পর্কে বাইডেনের হুঁশিয়ারি

আঞ্চলিক সংঘর্ষে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জানুয়ারি ২০১৭

আঞ্চলিক সংঘর্ষে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে

পাকিস্তানসহ কয়েকটি দেশের বিবেচনাহীন পদক্ষেপ আঞ্চলিক সংঘর্ষে পরমাণুু হামলার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন রাশিয়া, উত্তর কোরিয়া ও পাকিস্তান যে ধরনের কার্যকলাপ করছে তাতে ওই অঞ্চলে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পারমাণবিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখার সময় বাইডেন বলেন, শুধু উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও পাকিস্তানের মতো কিছু দেশও অপ্রত্যাশিত এমন কিছু কার্যকলাপ করছে, যাতে পরমাণু যুদ্ধের ঝুঁকি বেড়ে চলেছে। পরবর্তী মার্কিন প্রশাসনকে সে কথা মাথায় রাখতে হবে ও উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। যাতে এই ধরনের বিপদের আশঙ্কা কমানো সম্ভব হয়। বর্তমান পরিস্থিতিতে জঙ্গী সংগঠনগুলোর হাতে পরমাণু অস্ত্র চলে আসার সম্ভাবনা রয়েছে বলেও হুঁশিয়ার করে বাইডেন বলেন, পরমাণু অস্ত্রের প্রভাব হতে পারে মারাত্মক। আর সন্ত্রাসীদের হাতে যদি সেই পরমাণু অস্ত্র চলে যায়, তাহলে সেটা বিশ্বের কাছে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আট বছর আগে যেদিন আমি আর প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম দায়িত্ব নিয়েছিলাম তখন এই পরমাণু অস্ত্রের বাড়বাড়ন্ত কমানোই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আমরা জানি জঙ্গীরা পরমাণু শক্তিকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে চাইবে। আর কেবল একটা দেশের পক্ষে এই আশঙ্কা ঠেকানো সম্ভব নয়। গত আট বছরে কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, সে কথা উল্লেখ করে বাইডেন বলেন, এর ফলে পরমাণু অস্ত্র তৈরির উপকরণের সরবরাহ কমানো সম্ভব হয়েছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিভাবে আন্তর্জাতিক স্তরে পরমাণু হামলার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে সেটা উল্লেখ করেন তিনি। এর ফলে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক ক্ষেত্রে উত্তর কোরিয়া যে ক্রমশ নিজেদের কোণঠাসা করে তুলছে সেটাও ব্যাখ্যা করেন তিনি। গান্ধীর চেয়ে মোদির নামের ‘কদর বেশি’! ভারতের সরকারী এক প্রতিষ্ঠানের ক্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বসিয়ে সমালোচনার মধ্যে রয়েছে বিজেপি সরকার। আর এই পদক্ষেপকে সমর্থন করে নতুন বিতর্ক তৈরি করেছেন হরিয়ানার এক মন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার। গান্ধীর ছবি সরিয়ে মোদির ছবি বসিয়ে নতুন বর্ষপঞ্জি ও দিনপঞ্জী সম্প্রতি প্রকাশ কওে দেশটির খাদি ও গ্রাম শিল্প কমিশন (কেভিআইসি)। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ খাদি কাপড় পরতেন মহাত্মা গান্ধী। ঐতিহ্যগতভাবেই কেভিআইসির বর্ষপঞ্জীতে গান্ধীর ছবি ব্যবহার করা হত। ছবি সরানোর পক্ষে কেভিআইসির যুক্তি, মোদিও গ্রামভিত্তিক শিল্পের বড় সমর্থক। তিনি খাদি পোশাককে সাধারণের মধ্যে জনপ্রিয় করেছেন। এরপরই হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী ও রাজ?্য বিজেপি নেতা অনীল বিজ বলেছেন, ক্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী মোদির ছবি বসিয়ে ভালো করেছে। কেননা গান্ধীর চেয়ে এখন মোদির ব্র্যান্ডের কদর বেশি। তাই তো মোদি আসার পর খাদি কাপড়ের বিক্রি ১৪ শতাংশ বেড়েছে।
×