ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প প্রশাসনের হবু প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস

সহযোগিতার বিনিময়ে পাকিস্তানকে প্রণোদনার প্রস্তাব দেব

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জানুয়ারি ২০১৭

সহযোগিতার বিনিময়ে পাকিস্তানকে প্রণোদনার প্রস্তাব দেব

যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন যে, ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতার বিনিময়ে দেশটিকে প্রণোদনার প্রস্তাব দেবে। খবর ডন অনলাইনের। ম্যাটিস বৃহস্পতিবার বিকেলে সিনেটে আমর্ড ফোর্সেস কমিটিতে তার চাকরির অনুমোদন শুনানিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন এবং এ অঞ্চল থেকে সন্ত্রাস উচ্ছেদে আরও উদ্যোগ নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। ম্যাটিস কমিটিতে প্রশ্নের জবাবে বলেন, আমি চাকরিতে অনুমোদন পেলে আমাদের জাতীয় স্বার্থ ও অঞ্চলের নিরাপত্তার প্রতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর পাকিস্তানের সহযোগিতার উৎসাহ যোগানোর জন্য পররাষ্ট্র দফতর ও কংগ্রেসে কাজ করব। এ সঙ্গে দেশটির সীমান্তে তৎপরতায় রত জঙ্গী গ্রুপগুলোকে উচ্ছেদ বা নিষ্ক্রিয় করার জন্য পাকিস্তানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করব আমি। ২০১৩ সালে মার্কিন ম্যারিন কোর থেকে অবসরপ্রাপ্ত জেনারেল ম্যাটিসের আফগানিস্তান ও পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের। তিনি প্রথম কমব্যাট অফিসার এবং পরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার আক্রমণাত্মক বাচনশৈলীর জন্য সশস্ত্র বাহিনীতে ‘ম্যাড ডগ ম্যাটিস’ বলে পরিচিত হলেও একজন সাহসী কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। পাকিস্তানের ওপর জেনারেলের এ মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, আগামী ট্রাম্প প্রশাসন দেশটির প্রতি বর্তমান মার্কিন নীতি অব্যাহত রাখবে। ম্যাটিস সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে পাকিস্তানের নেয়া পদক্ষেপের জন্য দেশটির প্রশংসা করেছেন। কিন্তু তিনি বলেছেন যে, পার্শ্ববর্তী দেশুগুলোর প্রতি লক্ষ্য রেখে সন্ত্রাসী গ্রুপগুলোকে লক্ষ্যবস্তু করে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণে ভূমিকা নেবেন। হবু প্রতিরক্ষামন্ত্রী এ অভিযোগও তোলেন যে, কয়েকটি আফগান তালেবান গ্রুপ আফগানিস্তানে গোলযোগ সৃষ্টির জন্য পাকিস্তানে উপজাতীয় এলাকাগুলো ব্যবহার করছে এখনও। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে আফগান তালেবান ও সহযোগী জঙ্গী নেটওয়ার্কের জন্য অভয়ারণ্য ও অবাধ চলাচলের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান বিষয়টি আফগান নিরাপত্তা বাহিনীর সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।
×