ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই কোটির বেশি লোককে এই চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছিল

ঐতিহাসিক ওবামাকেয়ার বাতিলে কংগ্রেসে ভোট

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জানুয়ারি ২০১৭

ঐতিহাসিক ওবামাকেয়ার বাতিলে কংগ্রেসে ভোট

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার এক সপ্তাহ বাকি থাকতে তার আমলে সম্পাদিত ঐতিহাসিক স্বাস্থ্যসেবা বিল বাতিলের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। বিকল্প অর্থায়নের ব্যবস্থা না রেখেই বিলটি বাতিলের প্রথম পদক্ষেপ হিসেবে শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোটাভুটি হয়েছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ওবামার শাসনামলে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল স্বাস্থ্যসেবা সংস্কার বিলটি পাস হওয়া যা ওবামাকেয়ার নামে পরিচিতি পায়। শুক্রবার এটি বাতিলের প্রথম পদক্ষেপ গ্রহণ করে প্রতিনিধি পরিষদ। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ২০১০ সালে এ্যাফোর্ডেবল হেলথ কেয়ার এ্যাক্ট পাস হয়েছিল। বিদ্যমান ওবামাকেয়ারের স্থানে নতুন খসড়া আইন প্রণয়নের জন্য নির্দেশনা কমিটি গঠন করতে প্রতিনিধি পরিষদের হাতে ২৭ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। ২২৭-১৯৮ ভোটে শুক্রবার প্রাথমিক বিলটি পাস হয়। এর আগে বৃহস্পতিবার সিনেট প্রস্তাবটি অনুমোদন করে। প্রতিনিধি পরিষদের কোন ডেমোক্র্যাট সদস্য নির্দেশনা কমিটি গঠনের পক্ষে ভোট দেয়নি। রিপাবলিকান পার্টির নয় সদস্যও এর বিপক্ষে ভোট দেন। এই প্রস্তাব পাসের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল রিপাবলিকানরা। ওবামাকেয়ার বাতিল ছিল রিপাবলিকান দলীয় পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। বিবিসি জানিয়েছে, ওবামাকেয়ার বাতিলের প্রস্তুতি গ্রহণ করা শুরু হলেও এর বিকল্প কোন ব্যবস্থা না থাকায় কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলীয় সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। ওবামাকেয়ারের আওতায় যুক্তরাষ্ট্রের দুই কোটির বেশি নাগরিক চিকিৎসা সেবার আওতায় এসেছিল। এখন রাজনৈতিক শক্তি প্রদর্শনের খেলায় সেটি বাতিল হলে এদের কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওবামার ক্ষমতা ছাড়ার সাতদিন আগে এটি বাতিলের উদ্যোগ তার জন্য একটি বিপর্যয়। কিন্তু এর বিপরীতে কোন পদক্ষেপ গ্রহণের সময় তার হাতে নেই। ২০ জানুয়ারি ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের দায়িত্বভার হস্তান্তর করবেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের ভোটাভুটির পর দেয়া এক বিবৃতিতে স্পীকার রিপাকলিকান পল রায়ান বলেন, ওবামাকেয়ার বাতিলের পথে প্রথম পদক্ষেপ নেয়ার মাধ্যমে আমরা এই আইনটি যেসব সমস্যা তৈরি করেছিল তা থেকে আমেরিকানদের মুক্তি দেয়ার দিকে এগিয়েছি। ধাপে ধাপে সমস্যাগুলোর ঠিক করার পথ দেখাবে এই পদক্ষেপ এবং তা আমেরিকানদের স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে তুলে নিতে পারবে। চাকরির সুযোগ-সুবিধার মধ্যে চিকিৎসা সেবার সুযোগ নেই, যুক্তরাষ্ট্রের এমন লাখ লাখ মানুষ ওবামাকেয়ারের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ পেয়েছিলেন। এটি অসুস্থ ও বয়স্কদের চিকিৎসা বাবদ খরচের রাস টেনে ধরেছিল এবং ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়া লোকদের বীমার আওতায় নেয়ার জন্য কোম্পানিগুলোকে বাধ্য করেছিল। কিন্তু বাড়তে থাকা প্রিমিয়াম, বাড়তি ফিসের কারণে কিছু সমস্যাও তৈরি করে।
×