ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনে বঙ্গোপসাগর থেকে সরে যাবে ইলিশ

প্রকাশিত: ২০:২২, ১৪ জানুয়ারি ২০১৭

জলবায়ু পরিবর্তনে বঙ্গোপসাগর থেকে সরে যাবে ইলিশ

অর্থনৈতিক রিপোর্টার॥ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় উষ্ণমণ্ডলীয় এলাকা ছেড়ে তুলনামূলক ঠাণ্ডা পানির দিকে সরে যেতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির মাছ। এর ফলে বাংলাদেশের জলসীমায় ইলিশ ও লইট্টার মজুদ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন গবেষকরা। যুক্তরাজ্যের প্লেমাউথ মেরিন ল্যাবরেটরির একদল গবেষক বঙ্গোপসাগরের উষ্ণতা বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করে বলছেন, এই ধারা চলতে থাকলে ২০৬০ সাল নাগাদ সাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে মাছ আহরণের পরিমাণ এখনকার তুলনায় ১০ শতাংশ কমে আসতে পারে। তবে সবচেয়ে বেশি যে দুই প্রজাতির মাছ সেখানে পাওয়া যায়, সেই ইলিশ আর লইট্টার ক্ষেত্রে ধাক্কাটা হতে পারে আরও বড়। প্লেমাউথ মেরিন ল্যাবরেটরির হোসে ফার্নান্দেজের নেতৃত্বে সাত গবেষকের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর দা এক্সপ্লোরেশন অব দা সির জার্নালে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ‌্যের গার্ডিয়ান লিখেছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও তাপমাত্রা বাড়ার পাশাপাশি জলজ জীবনে পুষ্টির সরবরাহে বিরূপ প্রভাব পড়ছে। টেকসই ব্যবস্থাপনার মাধ‌্যমে বিরূপ প্রভাবের ধাক্কা কিছু কমিয়ে আনা গেলেও দীর্ঘমেয়াদে মাছের মজুদ কমে আসতে পারে উল্লেখযোগ‌্য হারে।
×