ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

’১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু দেশে না ফেরায় বিজয় অপূর্ণ ছিল’

প্রকাশিত: ০৭:৫৮, ১৪ জানুয়ারি ২০১৭

’১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু দেশে না ফেরায় বিজয় অপূর্ণ ছিল’

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেও বঙ্গবন্ধু দেশে ফিরে না আসায় আমাদের বিজয় অপূর্ণ ছিল। ১০ জানুয়ারি তিনি যখন দেশে ফিরে আসেন তখন বিজয় পরিপূর্ণতা পায়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মতোই ১০ জানুয়ারির ভাষণ আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ সবসময় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেয়। শুক্রবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। বিশ^বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টার দ্য সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হল অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ‘বঙ্গবন্ধুর গ্রেফতার, বিচার, মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
×