ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামীর এসিডে দগ্ধ গৃহবধূ

রাজধানীতে স্কুলছাত্র ও ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৭, ১৪ জানুয়ারি ২০১৭

রাজধানীতে স্কুলছাত্র ও ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর একটি রিক্সা গ্যারেজের পানির হাউস থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তেজগাঁওয়ে আবাসিক হোটেল থেকে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর লাশ। স্বামীর এসিড নিক্ষেপে পূর্ব নাখালপাড়ায় এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে পাঁচ কেজি গাঁজা। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ খবর জানা গেছে। যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার একটি রিক্সা গ্যারেজের পানির হাউস থেকে মোঃ আলিফ (৬) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। নিহত আলিফ স্থানীয় রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা মিনহাজুল ইসলাম নান্নু দুবাইপ্রবাসী। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, শিশু আলিফ বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। শুক্রবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কাজলার নয়ানগরের চেয়ারম্যান বাড়িসংলগ্ন একটি রিক্সা গ্যারেজের পানির হাউস থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। হোটেলে ব্যবসায়ীর লাশ ॥ তেজগাঁওয়ে ‘হোটেল ফার্মগেট’ থেকে শফিক আহম্মেদ চৌধুরী (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বেলা এগারোটার দিকে হোটেলের ৭১০ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোটেলের সুপারভাইজার সঞ্জয় কুমার জানান, নিহত শফিক চট্টগ্রামের লালখান বাজারের ব্যবসায়ী। গৃহবধূ এসিডদগ্ধ ॥ পূর্ব নাখালপাড়ায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে আকলিমা (৩২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আকলিমার মুখ ও শরীরের বিভিন্ন অংশের ১৫ শতাংশ ঝলসে গেছে। গাঁজাসহ দুইজন আটক ॥ কমলাপুর স্টেশন এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑফাতেমা বেগম (৪২) ও সজীব (২২)। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দু’জনকে আটক করা হয়।
×