ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইব্রাহিম নোমান

সবচেয়ে লম্বা আইসক্রিম

প্রকাশিত: ০৬:০৪, ১৪ জানুয়ারি ২০১৭

সবচেয়ে লম্বা আইসক্রিম

বন্ধুরা আইসক্রিম তো তোমরা সবাই পছন্দ করো। জানো, যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি ডেইরি কোম্পানি সবচেয়ে লম্বা আইসক্রিম তৈরি করে গিনেস রেকর্ড গড়ছে। রের্কড গড়া আইসক্রিমটি ছিল ৩৬৫৬ ফুট লম্বা। নাসভেলিতে তৈরি করা এই আইসক্রিমটি ওজন ছিল ৫ হাজার চার শ’ পাউন্ড। এর মধ্যে রয়েছে ৮৬৪ গ্যালন আইসক্রিম, ৩৬ গ্যালন চকোলেট সিরাপ, ৫৬ গ্যালন স্ট্রবেরি এবং সাত হাজার দুই শ’টি চেরি। ১১১৪ মিটার লম্বা এই আইসক্রিমটি দেখতে কয়েক হাজার মানুষ রাস্তায় ভিড় করে। কয়েক মাস আগে মিশিগানেরই অন্য একটি ডেইরি কোম্পানি ২৯৭০ ফুট লম্বা একটি আইসক্রিম তৈরি করে গিনেস বইয়ে নাম লিখিয়েছিল। এর আগের রের্কডটি ছিল নিউজিল্যান্ডের। সেই আইসক্রিমটি ছিল ১৯৫৭.০২১ ফুট লম্বা। যুক্তরাষ্ট্রের মিশিগানের যে দুটি ডেইরি কোম্পানি রেকর্ড গড়তে এত দীর্ঘ আইসক্রিম তৈরি করেছে তাদের মধ্যে কোন প্রতিযোগিতা ছিল না। রেকর্ড হারানো প্রতিষ্ঠানটি নতুন দলটিকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় আইসক্রিম তৈরি করার ইচ্ছা রয়েছে তাদের। সূত্র : ইউপিনর্থ লাইভ
×