ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বেচ্ছায় রক্তদাতারা চাহিদার এক-পঞ্চমাংশ পূরণ করছেন

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ জানুয়ারি ২০১৭

স্বেচ্ছায় রক্তদাতারা চাহিদার এক-পঞ্চমাংশ পূরণ করছেন

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মমতার প্রকাশ ঘটান রক্তদাতারা। তবে পেশাদার রক্তদাতাদের রক্ত বাদ দিয়ে পুরোপুরি চাহিদা মেটানো সম্ভব যদি সচেতন মানুষ নিয়মিত রক্তদান করেন। বাংলাদেশে রক্তের চাহিদার এক-পঞ্চমাংশ পূরণ করছেন স্বেচ্ছা রক্তদাতারা। রক্তদানের এই কাজের ব্যাপ্তি অনেক। শুক্রবার ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার রক্তদানের মাধ্যমে সিলভার ক্লাব এবং ২৫ বার রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাবের সদস্যপদ লাভ করেছেন, এমন আড়াই শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, ‘জীবন বাঁচানোর জন্যে রক্তের কোন বিকল্প নেই। আর যারা স্বেচ্ছা রক্তদানের সঙ্গে জড়িত, তারা আসলে মানুষের জীবন রক্ষাকারী বড় কাজের সঙ্গেই জড়িত। তাদের অভিনন্দন। ১৮-৬০ বছর বয়স্ক সকলেই ৩ মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে। এটি সবাই সম্পর্কে অন্যদের জ্ঞান দানের মাধমে রক্ত প্রদানে উদ্বুদ্ধ করতে হবে সবাইকে। তাহলেই স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়বে। সেইসঙ্গে তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদানের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের প্রধান অধ্যাপক ডাঃ নিজামউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন পরস্পরের প্রতি মমতা। স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে এই মমতারই প্রকাশ ঘটান রক্তদাতারা। তিনি আরো বলেন, ‘রক্তদাতারা সম্মাননার জন্য রক্ত দান করেন না। তাদের ভালবাসার জায়গা থেকে, মমতার জায়গা থেকে রক্তদান করেন। এই মমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হেলালউদ্দিন খানের স্মরণে নাগরিক শোকসভা আজ খ্যাতনামা নৃবিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলালউদ্দিন খান শামসুল আরেফিনের স্মরণে শনিবার বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা আয়োজন করা হয়েছে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখবেন প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ জাতীয় ব্যক্তিবর্গ। -বিজ্ঞপ্তি আঙ্গিনায় আলপনা মকর সংক্রান্তি উপলক্ষে আঙ্গিনায় আলপনা আঁকছেন একজন নারী। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উপকণ্ঠে লঙ্কামুরা গ্রামে উৎসবের আগে নিজের বাড়িটিকে আলপনায় রাঙ্গিয়ে তুলছেন এই নারী –এএফপি মায়ের সঙ্গে... ইউরোপের সর্বত্র এখন হচ্ছে তুষারপাত। এতে ঢাকা পড়েছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাটসহ সবকিছু। তাই বলে বসে থাকার জো নেই। কেননা, প্রয়োজনীয় কাজ করতে ঘরের বাইরে যেতে হচ্ছে মানুষকে। শুক্রবার মধ্য জার্মানির মেইনেরিঙ্গউসেনের বরফ আচ্ছাদিত রাস্তার ওপর দিয়ে নিজের শিশু সন্তানকে সেøজ গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছেন এক নারী-এএফপি
×