ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিমানের নয়া পরিচালনা পর্ষদ গঠন

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ বিমানের নয়া পরিচালনা পর্ষদ গঠন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১১ জানুয়ারি জারিকরা প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি’র নেতৃত্বে ১৩ সদস্যের বোর্ড গঠিত হয়েছে। এদের মধ্যে রয়েছেন, এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, সাবেক বিমানবাহিনী প্রধান, চেয়ারম্যান; সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় পরিচালক; সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিচালক; সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিচালক; মোঃ নজরুল ইসলাম খান, সাবেক সচিব, পরিচালক; সহকারী বিমানবাহিনী প্রধান (অপারেশন এন্ড ট্রেনিং), পরিচালক; ইঞ্জিনিয়ার ইন চীফ, বাংলাদেশ সেনাবাহিনী, পরিচালক; চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিচালক; তাপস কুমার রায়, সাবেক অতিরিক্ত সচিব, পরিচালক; মোঃ সিদ্দিকুর রহমান, সভাপতি, বিজিএমইএ, পরিচালক; ব্যারিস্টার তানজিবুল আলম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, পরিচালক; নুর ই খোদা আব্দুল মবিন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ইমার্জিং রিসোর্সেস লিঃ, পরিচালক; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, পরিচালক (পদাধিকারবলে)। -বিজ্ঞপ্তি ফতুল্লায় স্পিনিং মিলে আগুন, কোটি টাকার ক্ষতি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রফতানিমুখী স্পিনিং মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে ওই মিলের তুলা ও মেশিনপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেলে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত এনায়েতপুর স্পিনিং মিলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। মিলের জেনারেল ম্যানেজার হারাধন চন্দ্র দে জানান, মিলের একটি মেশিন হতে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
×