ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪ দলে অনৈক্য সৃষ্টিকারীরা দেশের শত্রু ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ জানুয়ারি ২০১৭

১৪ দলে অনৈক্য সৃষ্টিকারীরা দেশের শত্রু ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ জানুয়ারি ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা ও গ্রাম্য চিকিৎসক লুৎফর রহমান সাবু হত্যাকারীসহ জাসদ অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শুক্রবার দুপুরে মিরপুর উপজেলা জাসদ অফিসে ও আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাসদ নেতা মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জঙ্গী, সন্ত্রাসীদের দমনের মাধ্যমে দেশে এখন শান্তি বিরাজ করছে। এ ধরনের পরিস্থিতিতে যারা ১৪ দল ও আওয়ামী লীগের ভেতরে অনৈক্য সৃষ্টির উস্কানি দিচ্ছে, লুটপাট ও দলবাজি করছে, তারা দেশের শত্রু। শেখ হাসিনার শত্রু ও ঐক্যের শত্রু। এরা বিএনপি-জামায়াতের এজেন্ট। তিনি বলেন, আমরা এখনও বিপদমুক্ত নই। এখনও জঙ্গীর প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। বাংলাদেশ এখনও নিরাপদ হয়নি। আওয়ামী লীগ ও জাসদের ঐক্য যে কোন মূল্যে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন অবস্থাতেই বিএনপি-জামায়াতের ক্যাডার ও অপকর্মের সঙ্গে জড়িতদের দলে আশ্রয়-প্রশ্রয় দেবেন না। এতে ১৪ দল, আওয়ামী লীগ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। আসুন ঐক্যবদ্ধভাবে জঙ্গী দমন করি। উপজেলা জাসদ সভাপতি শরীফের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেনÑ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী প্রমুখ। গত বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়িয়া গোরস্তানের সামনে গ্রাম্যচিকিৎসক লুৎফর রহমান সাবুকে নির্মমভাবে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। একই দিন বিকেলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। নিহত লুৎফর রহমান সাবু গত ইউপি নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী ছিলেন এবং তিনি মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।
×