ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হৃদরোগ হাসপাতালে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ জানুয়ারি ২০১৭

হৃদরোগ হাসপাতালে  নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ রোগীশয্যার বিপরীতে অতিরিক্ত রোগীর চাপ কমাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আধুনিক চিকিৎসা পায় বলে এখানে রোগীরা আসে। কিন্তু এই হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় সব সময় বেশি রোগী থাকে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের স্বাভাবিক চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হয়। শয্যা সংখ্যা বাড়লে এই চাপ হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ ও পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ একেএম সাইদুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমান প্রমুখ। এরপর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দালাল উচ্ছেদের বিষয়ে পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। দালাল উচ্ছেদ করতে না পারলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। আর এ লক্ষ্যে রোগীর সঙ্গে একজনের বেশি লোক থাকতে না দেয়ার জন্য নির্দেশ দেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন এক রোগীকে দেখতে যান। ওই সময় তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং জাতীয় কুষ্ঠ ও টিবি হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ট্রেন আর মিস করবেন না- খালেদাকে নাসিম ॥ স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। নার্স বোনদের মর্যাদা দেয়া হয়েছে। সম্প্রতি ইতিহাসে রেকর্ডসংখ্যক ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ছয় হাজার চিকিৎসক এক সঙ্গে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া নির্বাচনে না এসে ট্রেন মিস করেছেন, তিনি ভুল করেছেন। আমরা তাকে বলব ট্রেন আর মিস করবেন না। খেলা হবে নির্বাচনের মাঠে, রেফারি থাকবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগসহ ১৪ দল মাঠে থাকবে কে জিতবে আর কে হারবে দেখা যাবে। জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। এখন ফের কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। স্বাস্থ্যসেবার উন্নতির ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আট কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা এবং উত্তর বাহেরচরে চার কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দশ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এসব একমাত্র শেখ হাসিনার নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে। পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল সিঙ্গাপুরের ন্যায় উন্নত হবে।
×