ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিডনি সমস্যায় আক্রান্ত আড়াই বছরের শিশু জোবায়েরকে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ জানুয়ারি ২০১৭

কিডনি সমস্যায় আক্রান্ত আড়াই বছরের শিশু জোবায়েরকে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনি সমস্যায় আক্রান্ত আড়াই বছরের শিশু জোবায়ের হোসেনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার মূত্রনালীতে সমস্যাও রয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার স্বাভাবিক চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ১ লাখ টাকা দরকার। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ও মেডিক্যাল উপকরণের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু জোবায়ের হোসেনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৪৬৯৬০৯৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবেÑ আব্দুস সালাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট, হিসাব নং ০০১১১০০০০০১২১। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×