ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার ফ্লাই ফাই

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ জানুয়ারি ২০১৭

এবার ফ্লাই ফাই

যত গতিতে আকাশের বুক চিরে মেঘ কাটিয়ে ছুটবে উড়োজাহাজ তার থেকেও বেশি গতিতে মিলবে ওয়াই-ফাই। সমতল থেকে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ইন্টারনেট ব্যবহার করার আকর্ষণীয় পরিষেবা গ্রাহকদের হাতে তুলে দিতে চলেছে মার্কিন বিমান কর্পোরেশন জেট ব্লু। যুক্তরাষ্ট্রের ৬টি বৃহৎ বিমান কর্পোরেশনের মধ্যে একটি হলো জেট ব্লু। বিমান কর্পোরেশন জেট ব্লু এই পরিষেবার নাম রেখেছে ফ্লাই ফাই। মার্কিন এই বিমান কর্পোরেশনের দাবি, বিমানযাত্রীরা এবার থেকে ৩৫ হাজার ফুট উচ্চতাতেও ইন্টারনেটের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবেন। ফ্লাই ফাই পরিষেবায় বিমানের মধ্যে থেকেই একজন যাত্রী অনায়াসেই নিজের পছন্দের সিনেমা, মিউজিক ভিডিও দেখতে পারবেন। মন চাইলে গানও শুনতে পারবেন কিংবা পড়তে পারবেন ই-বুকও। শুধু তাই নয়, ফ্লাই ফাই পরিষেবায় সংযুক্ত করা হবে ১০০টি টেলিভিশন চ্যানেল। মন চাইলে নিজের পছন্দের টেলিভিশন চ্যানেল সরাসরি দেখতে পারবেন বিমানযাত্রীরা। -ম্যাশএবল অবলম্বনে।
×