ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ দলের প্রশংসা

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ জানুয়ারি ২০১৭

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ দলের প্রশংসা

স্পোর্টস রিপোর্টার ॥ বেসিন রিজার্ভ, ওয়েলিংটন- শুক্রবার যা ঘটল সেটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না কেউ। কারণটা, ওয়ানডে ও টি২০ সিরিজে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের অসহায় আত্মসমর্পণে ধবলধোলাই হওয়া। কিন্তু যে টেস্ট ক্রিকেটে এখনও উন্নয়নের ছোঁয়াটাই ঠিকমতো লাগেনি সেখানেই অসামান্য সব কীর্তির জন্ম দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয়দিন ৩৮৮ রান তুলেছে দল আর ৪ উইকেট হারিয়ে। সবমিলিয়ে ৭ উইকেটে ৫৪২ রানের বিশাল সংগ্রহ হয়ে গেছে। দেশের পক্ষে সর্বাধিক ব্যক্তিগত ইনিংস উপহার দিয়ে সাকিব আল হাসান ২১৭ ও মুশফিকুর রহীম ১৫৯ রান করে সাজঘরে ফিরেছেন। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি ভেঙ্গে দিয়েছে অনেক রেকর্ড। আর এ কারণেই সারাবিশ্বের মিডিয়া বাংলাদেশ দলের প্রশংসায় উদ্ভাসিত। স্বাগতিক দল হিসেবে বরাবরই সফরকারীদের জন্য চরম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিন্তু শুক্রবার সফরকারী বাংলাদেশ দল যেভাবে ব্যাট করেছে এতে করে উল্টোটাই মনে হয়েছে। মনে হচ্ছিল বাংলাদেশ দলই যেন স্বাগতিক। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরোটা দিন নিয়ন্ত্রণ করেছে সফরকারীরা। এ নিয়ন্ত্রণের পেছনে ছিল সাকিব-মুশফিকের অবিস্মরণীয় ব্যাটিং। এ কারণে নিউজিল্যান্ডের পত্র-পত্রিকাতেও ঠাঁই হয়নি স্বাগতিক দলের। সেখানে পাতা জুড়ে শুধু বাংলাদেশ ক্রিকেটের কীর্তি গাথা। নিউজিল্যান্ড হেরাল্ডের শিরোনামে বলা হয়েছেÑ ‘নিউজিল্যান্ডকে দূরে সরিয়ে দিয়েছে ইতিহাস গড়া বাংলাদেশ।’ আরেকটি বড় প্রতিবেদনের শিরোনাম ছিলÑ ‘প্রত্যয়ী বাংলাদেশ সামর্থ্য প্রমাণ করছে।’ এখানেই থেমে নেই পত্রিকাটি। খেলার পাতায় একটি প্রতিবেদনের শিরোনাম, ‘বাংলাদেশের ঐতিহাসিক দিনে রেকর্ড ভেঙ্গে পড়ল।’ ডাবল সেঞ্চুরি হাঁকানো সাকিবকে নিয়েও আলাদা একটি প্রতিবেদন লিখেছে পত্রিকাটি। সবমিলিয়ে খেলার পাতা এবং প্রথম পাতায় স্থান করে নিয়েছে বাংলাদেশ দলের অবিস্মরণীয় নৈপুণ্য। ভারতের আনন্দবাজার পত্রিকাতেও ভূয়সী প্রশংসা করা হয়েছে বাংলাদেশের। দু’টি বড় প্রতিবেদন করেছে তারা। এর মধ্যে একটিতে বলা হয়েছে, ‘ওয়েলিংটনে সাকিব-মুশফিকুরের ব্যাটে ভাঙ্গল যেসব রেকর্ড।’ আরেকটি প্রতিবেদনে তারা লিখেছে, ‘রেকর্ডের পর রেকর্ড করে ওয়েলিংটনে সাকিব-মুশফিকুরের ব্যাঘ্র গর্জন।’ টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের আরও কয়েকটি পত্র-পত্রিকায় বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছে। ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার অনেকগুলো গণমাধ্যমেও বাংলাদেশের এমন নৈপুণ্যের উদ্ভাসিত প্রশংসা করেছে। দেশটির সর্বোচ্চ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘বাংলাদেশ রেকর্ড ভাঙ্গল নিউজিল্যান্ডে।’ এছাড়া স্কাই স্পোর্টস, স্টারসহ অনেক ব্রিটিশ গণমাধ্যম বাংলাদেশ দলের নৈপুণ্যে ছিল পঞ্চমুখ।
×