ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ১৪ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

হামলার প্রতিবাদে শাহজাদপুরে লাঠি মিছিল নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ শুক্রবার শাহজাদপুরে সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার প্রতিবাদে এবং ঘটনার মূল হোতা মাদক বিক্রেতা মানিক সরকার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও লাঠি মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা। শাহজাদপুরে কর্মরত সাংবাদিক এবং মাদক ও সন্ত্রাস বিরোধী জোট এ কর্মসূচীর আয়োজন করে। এদিন সকালে পৌর সদরের শাহজাদপুর-এনায়েতপুর সড়কের ভাষা সৈনিক ডাঃ বুলবুল চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। বক্তব্য রাখেন স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কু-ু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি। বাউফলে স্লিপ প্রকল্পের টাকা লোপাটের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জানুয়ারি ॥ বাউফলে (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান) স্লিপ প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে বাউফলের ৫৬টি বিদ্যালয় মেরামতের জন্য স্লিপ প্রকল্প থেকে মোট ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পশ্চিম ভরিপাশা সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম আনোয়ার হোসেন নামমাত্র কাজ করে ভুয়া-বিলভাউচার জমা দিয়ে বরাদ্দকৃত টাকা উত্তোলন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল হক জুয়েল বলেন, প্রধান শিক্ষক খরচের কোন হিসাব দেখাতে পারেননি। তাই আমি বিল- ভাউচারে স্বাক্ষর করিনি। প্রধান শিক্ষক ওই টাকার কাজ না করে আত্মসাত করেছেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক এ.বি.এম আনোয়ার হোসেনের ০১৭৬১৫৭৮৮৮৬ মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। পানগুছি নদীতে ফেরি চলাচল শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ এক সপ্তাহ বন্ধ থাকার পর বাগেরহাট-শরণখোলা রুটের পানগুছি নদীতে শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় শরণখোলা ও মোড়েলগঞ্জবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। ফেরির ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ কবির জানান, ছোলমবাড়িয়ার অংশের ঘাটের পন্টুনের বেইলি ব্রিজের কাজ করার জন্য গত ৬ জানুয়ারি শুক্রবার থেকে এক সপ্তাহ যান পারাপার বন্ধ ঘোষণা দেয় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। ফেনসিডিলসহ পিকআপচালক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জানুয়ারি ॥ লালপুরে ৩৫০ বোতল ফেনসিডিলসহ জিনারুল নামে এক পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক এবং পিকআপ জব্দ করা করা হয়। আটককৃত জিনারুল রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের ঈমান আলীর ছেলে। বাসযাত্রীর জুতার ভেতর থেকে ৫০ লাখ টাকার সোনা জব্দ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৩ জানুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় একটি যাএীবাহী বাসে তল্লাশি চালিয়ে জুতার ভিতরে বিশেষ কৌশলে রাখা ১১৮ ভরি স্বর্ণসহ রাজিব ধর নামের একজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা- গোমতী সেতু টোল প্লাজায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি যাএীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাজিব ধরের জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা ৫টি স্বর্ণের বার (৫০ ভরি) ও তিনটি গলানো বারসহ (৬৮ ভরি) মোট ১১৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। আটককৃত রাজিব ধর চট্টগ্রামের সুয়াবিল গ্রামের মৃত পরিমল ধরের পুত্র। গোপন বৈঠক ॥ ১১ শিবির কর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মোহাম্মদপুর এলাকায় একটি ছাত্রাবাসে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১১ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মোহাম্মদপুর এলাকায় জামায়াত ইসলামীর নেতাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত চিটাগাং ইডেন স্কুল এ্যান্ড কলেজ ছাত্রাবাসে গোপন বৈঠকে মিলিত হয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের একটি গ্রুপ। নাশকতার পরিকল্পনায় এরা জড়ো হয়েছিল বলে তথ্য পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। তারা সকলেই ছাত্রশিবিরের কর্মী। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি আকবর জানান, ভবনটির তিন তলা পর্যন্ত চিটাগাং ইডেন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। উপরের ফ্লোরগুলোতে রয়েছে ছাত্রাবাস। যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। এরমধ্যে বেসরকারী বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকের ছাত্র রয়েছে। ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়াড নিজস্ব সংবাদদাতা ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর শহরের সরকারী রাজেন্দ্র কলেজের সবুজ চত্বরে শুক্রবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অলিম্পিয়ার্ডের পতাকা উত্তোলন করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি মোতাহার হোসেন। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুলতান মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিল্লাল হোসেন প্রমুখ। কলেজ ছাত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মেহেদীবাগ এলাকায় এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নাসরিন সুলতানা (১৮) নামের এই শিক্ষার্থী ফেনীর ফুলগাজী থানার উত্তর বড়ইয়া গ্রামের জনৈক জসিম উদ্দিনের কন্যা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে কলেজছাত্রী নাসরিনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মেয়েটিকে মৃত ঘোষণা করেন। ভোলায় ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ জানুয়ারি ॥ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্য ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী কৌশল এবং সরকারী সেবাসমূহ সহজ ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং সকল শ্রেণীর জনগণকে বিষয়ে সম্পৃক্ত ও অবহিত করার লক্ষ্যে ভোলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রত কুমার সিকদারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন। এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। এদিকে মেলায় ভোলার জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮০টি স্টল নিয়ে মেলায় তথ্য প্রযুক্তিগত সেবা এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহ তুলে ধরেন। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোহাম্মদ লালা সভাপতি ও হোসেন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি মোহাম্মদ লালা। সহ-সভাপতি-১ সামছুল হক, সহ-সভাপতি-২ জেবুন নাহার সেলিম, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সম্পাদকের ২টি পদে দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ আকমল খান নির্বাচিত হয়েছেন। সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এজাজ উদ্দিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া, লাইব্রেরী সম্পাদক বিকাশ রন্জন অধিকারী, নির্বাচন কমিশনার পদে এমদাদুল হক নির্বাচিত হয়েছেন। সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে নির্বাচিতরা হলেন- গিয়াস উদ্দিন চৌধুরী ও নুরুল আমিন। চাঁদা না পেয়ে ড্রেজারে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ চাঁদা না পেয়ে সাভারে একটি বালু তোলার ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেউল এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন ম-ল জানান, তিনি দেউল এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউন এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার কাজ করছিলেন। কিছুদিন যাবত তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বিরুলিয়া এলাকার মারাজ, দিলু, মধু, আরিফুলসহ ৬-৭ সন্ত্রাসী। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় ওই সন্ত্রাসীরা এদিন সকালে আমিন মোহাম্মদ গ্রুপের জমিতে রাখা একটি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ২টি তেলের ড্রাম, ২টি ব্যাটারিসহ মূলব্যান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ৫ শ্রমিককে পিটিয়ে আহত করে। ২১ বছর পর আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দীর্ঘ একুশ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি কক্সবাজারের চকরিয়ায় এক ব্যক্তির। হত্যা মামলা থেকে নিজেকে রক্ষায় বিদেশেও পাড়ি জমান তিনি। ২১ বছর সৌদিতে প্রবাস জীবন শেষে বাড়ি ফিরেন সপ্তাহখানেক আগে। দেশে আসার সময় তিনি ভেবেছিলেন হয়ত বিষয়টি পুলিশের মনে থাকবে না। কিন্তু বিধিবাম- চকরিয়া পুলিশ বৃহস্পতিবার রাতে লক্ষ্যারচর সিকদারপাড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওই পলাতক আসামিকে ২১ বছর পর গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবদুল হামিদ (৪০) সিকদারপাড়ার আবদুর রহমানের পুত্র। পুলিশ জানায়, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে চকরিয়া কলেজের ছাত্র শেখ আহমদকে পিটিয়ে হত্যা করার দায়ে এজাহারভুক্ত আসামি আবদুল হামিদ গ্রেফতার এড়াতে বিদেশ পালিয়ে যান। পাঁচ দোকান ও ক্লাব ভস্মীভূত সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৩ জানুয়ারি ॥ জোরারগঞ্জের আবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট বাজারের পশ্চিম পাশে ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে অগ্নিকা-ে সাইফুল ইসলামের ফার্নিচার দোকান, জাহিদুল ইসলামের ভিডিও দোকান, আবুল কালামের কুলিং কর্নার, মোঃ হাসানের ফার্নিচার দোকান, শেখ কামালের কুলিং কর্নার এবং সামাজিক সংগঠন দুরন্ত সংঘের কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত ॥ আনন্দ মিছিল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আওয়ামী লীগ সরকারের ২য় বারের মতো ক্ষমতায় তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সদর উপজেলার আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, ত্রিমুখী হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ ও মিফতাহুল হোসেন লিমনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহনূর, আমির আহমদ মোস্তফা, সাবেক ছাত্রলীগ সভাপতি এম উস্তার প্রমুখ।
×