ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষক স্কুলে আসেন মাসে দুই দিন

প্রকাশিত: ০৪:০৯, ১৪ জানুয়ারি ২০১৭

প্রধান শিক্ষক স্কুলে আসেন মাসে দুই দিন

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ প্রধান শিক্ষক মাসে স্কুলে আসেন দু’দিন। পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র চারজন। কোন কোন শিক্ষক বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের ভেতরেই প্রাইভেট টিউশনি নিয়ে ব্যস্ত থাকেন। এ পরিস্থিতিতে স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত অভিভাবকরা। সিলেট শহর থেকে ৯১ কিলোমিটার দূরে নারী শিক্ষার এ প্রতিষ্ঠানটি হচ্ছে জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুলাই প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে জকিগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ে যোগদান করেন প্রধান শিক্ষক রওশনারা বেগম। এরপর থেকেই তিনি মাসে দু’দিনের বেশি বিদ্যালয়ে আসেননি। হাজিরা খাতায় তিনি তার নামও লেখেননি এমনিক স্বাক্ষরেরও কোন ব্যবস্থা নেই। মাসে একদিন এসে বেতন বিলে স্বাক্ষর করেন, আরেকদিন বেতন-ভাতা উত্তোলন করে নিয়ে যান। প্রধান শিক্ষক না আসায় অন্য শিক্ষকদেরও গাছাড়া ভাব। প্রতিদিন বেলা ১১টায় ক্লাস শুরু করে দুপুর ২টার মধ্যেই বিদ্যালয় ছুটি হয়ে যায়। ফলে বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের জকিগঞ্জ বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কোন কোন শিক্ষক বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের ভেতরেই প্রাইভেট টিউশনি নিয়ে ব্যস্ত থাকেন বলে একাধিক অভিভাবক জানিয়েছেন। প্রধান শিক্ষক সিলেট শহরের বাগবাড়ির নিজস্ব বাসায় অবস্থান করেন। তার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করার পর তিনি ফোন রিসিভ করে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য আমি বারবার বলেছি। তিনি কথা শোনেননি এমনকি জাতীয় দিবসের অনুষ্ঠানেও তাকে পাওয়া যায়নি। সিলেটের মাধ্যমিক শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষককে কর্মস্থলে অবশ্যই অবস্থান করতে হবে। কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শূন্যপদের ব্যাপারে তিনি বলেন, দেশব্যাপী শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রস্তুতি চলছে। শূন্যপদ পূরণে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক হত্যা ॥ গ্রেফতার নেই নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জানুয়ারি ॥ লালপুরে ছিনতাইকারীদের গুলিতে নিহত কলেজ শিক্ষক মোশারফ হোসেনের লাশের ময়নাতদন্ত ও জানাজা শেষে দাফন করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি। এছাড়া এ হত্যাকা-ের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের ভাই তুহিন এ নির্মম হত্যাকা-ের বিচারের দাবি জানিয়ে বলেন, তার ভাইয়ের সঙ্গে কারও কোন বিরোধ ছিল না। ডিজিটাল মেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হয়েছে। শুক্রবার সকালে স্বাধীনতা উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। এ উপলক্ষে স্বাধীনতা উদ্যানে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডিডিএলজি মোঃ শফিকুল ইসলাম, এডিসি শিক্ষা ও আইসিটি মোমিনুর রশীদ প্রমুখ। মেলায় সরকারী, বেসরকারী বিভিন্ন বিভাগ ও দফতরের ৬০ স্টল অংশ গ্রহণ করছে। রসায়ন অলিম্পিয়াড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রসায়ন অলিম্পিয়াড আসর। নগরীর চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘জীবন বাঁচাতে ও সাজাতে রসায়ন’ এই সেøাগানে বাংলাদেশ রসায়ন সমিতি কেন্দ্রীয় ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সভাপতি ও সপ্তম রসায়ন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, রসায়ন শিক্ষাককে জনপ্রিয় এবং আনন্দদায়ক করতেই এই আয়োজন। এতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে।
×