ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বদলে যাচ্ছে কেরানীগঞ্জ

প্রকাশিত: ০৪:০৯, ১৪ জানুয়ারি ২০১৭

বদলে যাচ্ছে কেরানীগঞ্জ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ জানুয়রি ॥ রাজধানী ঢাকার সন্নিকটে হয়েও কেরানীগঞ্জ ছিল একটি গ্রাম্য এলাকা। খাল-বিল আর সবুজ শস্যের গ্রাম বলে পরিচিত ছিল এই কেরানীগঞ্জ । কিন্তু দিন বদলের প্রতিযোগিতায় ১৬৭ বর্গ কিলোমিটার কেরানীগঞ্জ এখন পুরোটাই মডেল সিটি হিসেবে দিন দিন গড়ে উঠছে। এক সময় যে জায়গায় ডোবা আর ধানের জমি ছিল, সেখানে এখন বহুতল ভবন আর বড় বড় শপিংমল গড়ে উঠেছে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়েওঠা কেরানীগঞ্জের কালীগঞ্জ এখন দেশের বৃহত্তর গার্সেন্টস পল্লী। সারা দেশ থেকে পাইকাররা এখানে প্রতিদিন ভিড় করছে তৈরি পোশাক কেনার জন্য। এখানের জিন্স প্যান্ট সারা দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। কেরানীগঞ্জের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কদমতলী গোলচত্বর ও ঢাকা-মাওয়া মহাসড়কের চুনকুটিয়া। এছাড়া আগানগর, জিনজিরা, শুভাঢ্যা, খেজুরবাগ, কালীগঞ্জ তেলঘাটসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। আগে ঈদ, পুজোর কেনাকানার জন্য কেরানীগঞ্জের লোকজন রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া শপিংমল, এলিফ্যান্ট রোড, সদরঘাটসহ বিভিন্ন শপিংমলে ভিড় জমাত। এখন কেরানীগঞ্জেই গড়ে উঠেছে বড় বড় শপিংমল। তাই এখান থেকেই তারা প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে। কেরানীগঞ্জের উন্নয়নের ছোঁয়ায় যোগ হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, পানগাঁও পোর্ট কন্টেনার, রাজউকের ঝিলমিল প্রজেক্ট, প্রিয় প্রাঙ্গণ ও বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। এছাড়া পদ্মা সেতুর সঙ্গে সংযোগের জন্য কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নীত করার কথা ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে চাল লেনের কাজ পদ্মা সেতুর সঙ্গে দ্রুত গতিতে চলছে। জকিগঞ্জে ১১ হামের রোগী ॥ আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ১১ সন্দেহভাজন হামের রোগী পাওয়া গেছে। তাদের রক্ত পরীক্ষার জন্য ঢাকার মহাখালী পাঠানো হয়েছে। এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মেহেদী জানান, সম্প্রতি সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ৪-৫ জন রোগী ভর্তি হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জকিগঞ্জেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যেখানেই হামের টিকা বাদ পড়ার খবর পাওয়া যাচ্ছে সেখানে টিকা দেয়ার বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। হামকে মারাত্মক ছোঁয়াছে রোগ যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণকে গুরুত্ব দিয়ে সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
×