ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন ॥ বাড়ছে রোগ

প্রকাশিত: ০৪:০৮, ১৪ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন ॥ বাড়ছে রোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে ঠা-ায় কাবু হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী এলাকার কয়েক লাখ মানুষ। শুক্রবার সূর্যের মুখ দেখা গেলেও ঠা-ার তীব্রতা কমেনি। ভোর ও সন্ধ্যায় বাড়ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচলও। এতে ঘটছে দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভিড় দেখা গেছে শীতবস্ত্রের দোকানগুলোতে। শুক্রবার সারাদেশের মধ্যে কুড়িগ্রাম ও তার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণীর শ্রমজীবী মানুষ। প্রচ- ঠা-ায় কৃষক ও দিনমজুররা কাজে যেতে পারছে না। শীতবস্ত্রের অভাবে হত-দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে ঠা-া নিবারণের চেষ্টা করছে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৯ উপজেলায় ৫৩ হাজার ১৮৫টি কম্বল বিতরণ করা হয়েছে এবং বোরো বীজতলা তৈরি হয়েছে ৬ হাজার ৫০ হেক্টর। সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম জামান জানান, প্রতিদিন বহির্বিভাগে শত শত রোগী হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য আসছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গত ৩৬ ঘণ্টায় ১৫ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৮৫টি মেডিক্যাল টিম কাজ করছে। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, উত্তরের হাওয়ার কারণে পার্বত্যাঞ্চলে প্রচ- শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জুরাইছড়ির প্রত্যন্ত অঞ্চলে শীত জেঁকে বসেছে। এসব অঞ্চলের শিশু ও বৃদ্ধরা ঠা-াজনিত রোগে আক্রন্ত হয়ে কষ্ট পাচ্ছে। বর্তমানে পাহাড়জুড়ে সর্দ্দি, কাশি ও নিউমোনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিটা হাসপাতালে এসব রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাঙ্গামাটি জেলা পরিষদ ও সেনা ইউনিটের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে দুর্গম এলাকা।
×