ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাহত ই-সেবা

পোস্ট অফিসের কম্পিউটার পিয়নের দোকানে

প্রকাশিত: ০৪:০৭, ১৪ জানুয়ারি ২০১৭

পোস্ট অফিসের কম্পিউটার পিয়নের দোকানে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরের পোস্ট অফিস শাখায় ই-সেবা চালু করা হয়নি। কিন্তু ই-সেবার সরকারী কম্পিউটারসহ যাবতীয় সরঞ্জাম পিয়নের দোকানে নিয়ে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে ই-সেবা থেকে বঞ্চিত হচ্ছে লোকজন। জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকার সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে জনগণের দোরগোড়ায় তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পৌঁছে দিতে ই-সেবা চালু করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বাহেরচর ডাকঘর শাখাতেও ই-সেবা চালু করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হয়েছে। ডাকঘরটিতে ই-সেবা চালুর জন্য কোরআই ফাইভ ব্র্যান্ডের ৩টি দোয়েল ল্যাপটপ, ১টি লেজার প্রিন্টার, ১টি ফটো প্রিন্টার, ৩টি ল্যাপটপ ক্যারি ব্যাগ, ১টি সিমসহ মডেম, ৩টি মাউস, ৩টি কিবোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে সরকার। কিন্তু এসব সরঞ্জাম পোস্ট অফিসের গ্রাহকের সেবার কাজে ব্যবহার করা হচ্ছে না। বরং পাস্ট অফিসের পিয়ন আবদুর রউফের মালিকানাধীন দোকানে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসে ই-সেবা চালু না করে সরকারী সরঞ্জাম পিয়নের দোকানে ব্যবহার করায় সেবা থেকে যেমন জনগণ বঞ্চিত হচ্ছে তেমনি সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। সরেজমিনেও দেখা গেছে, পোস্ট অফিসের ই-সেবার যাবতীয় সরঞ্জাম আঃ রউফের মালিকানাধীন বাহেরচর বন্দরের চৌরাস্তা সংলগ্ন ‘হাবিবা কম্পিউটার সেন্টার’ নামের দোকানে ব্যবসায়ীক কাজে ব্যবহার করা হচ্ছে। এলাকায় ই-সেবার কোন ধরনের প্রচার নেই। এ বিষয়ে বাহেরচর পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবদুর রাজ্জাক জানান, পোস্ট অফিসের পিয়ন রউফের ছেলে জাবির ও জোবায়ের ই-সেবার উদ্যোক্তা হয়েছে। এ কারণে ই-সেবার মাল ওই দোকানে দেয়া হয়েছে। তবে তারা কি কারণে ই-সেবার সাইনবোর্ড দিচ্ছে না, তা বলা যাচ্ছে না। এ ব্যাপারে পটুয়াখালী ডাক বিভাগের হার্ডওয়ার টেকনিশিয়ান ও প্রশিক্ষক পবিত্র কুমার সাহা জানান, রাঙ্গাবালীর সব পোস্ট অফিসে ই-সেবা চালুর সরঞ্জাম দেয়া হয়েছে এবং তার জানামতে সবই চালু রয়েছে। ফোন না ধরায় এ বিষয়ে আবদুর রউফের বক্তব্য পাওয়া যায়নি।
×