ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে সরঞ্জাম বিকল ॥ চিকিৎসা বঞ্চিত ক্যান্সার রোগী

প্রকাশিত: ০৪:০৭, ১৪ জানুয়ারি ২০১৭

শেবাচিমে সরঞ্জাম বিকল ॥ চিকিৎসা বঞ্চিত ক্যান্সার রোগী

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ১০ কোটি টাকা মূল্যের বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের তিনটি ভারি চিকিৎসা সরঞ্জাম রোগীদের কোন উপকারেই আসছে না। এর মধ্যে এমআরআই এবং কোবাল্ট-৬০ নামের দুটি চিকিৎসা সরঞ্জাম মাসের পর পর মাস বিকল অবস্থায় পরে রয়েছে। ভেকি থেরাপি নামের অপর একটি চিকিৎসা সরঞ্জাম গত দুই মাস আগে ক্রয় করা হলেও এখন পর্যন্ত তা স্থাপন করা হয়নি। ফলে প্রতিদিন শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৫ থেকে ৩০ রোগীকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। বরিশালে সরকারী বা বেসরকারী উদ্যোগে ক্যান্সার চিকিৎসার বিকল্প কোবাল্ট মেশিন না থাকায় রোগীদের ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম বলেন, এমআরআই এবং কোবাল্ট-৬০ নামের চিকিৎসা সরঞ্জাম দুটি মেরামতের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সংশ্লিষ্ট দফতর থেকে বরাদ্দ পাওয়া যাবে না। হাসপাতালের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর ওই দুটি মেশিনের বিকল্প হিসেবে ভেকি থেরাপি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুই মাস আগে মেশিনটি স্বাস্থ্য অধিদফতর থেকে সরবরাহ করা হয়েছে। সেটি জরুরীভাবে স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাদের কাছে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। জানা গেছে, ছয় কোটি টাকা মূল্যের এমআরআই নামের চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয় ২০০৬ সালে। স্থাপনের পর থেকে সেটি বার বার বিকল হতে থাকে। প্রতিবারই স্বাস্থ্য বিভাগের উর্ধতন প্রকৌশলীরা এসে এমআরই যন্ত্রটি ফের সচল করে দিয়ে যায়। সর্বশেষ দুই মাস আগে সেটি বিকল হওয়ার পর প্রকৌশলীরা সচল করতে ব্যর্থ হন। একইভাবে এক বছর পূর্বে কোবাল্ট-৬০ নামের চিকিৎসা সরঞ্জামটিও বিকল হয়। গাজীপুরে বিয়ে বাড়িতে হামলা, আহত ৮ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বরের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিয়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার টেপির বাড়ী গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার বিকেলে বরের মোবাইল চুরি হয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে বাগ্বিত-া হয়। ঘটনার রাতেই প্রতিবেশী চাঁনমিয়ার পুত্র লেগুনার হেলপার সিফাতের কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হলে স্থানীয় গ্রাম্য মাদবররা তাকে চড় থাপ্পড় দিয়ে বিষয়টির সুরাহা করে দেন। সিফাতকে চড় থাপ্পড় দেয়ায় তার পক্ষের লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন শুক্রবার সকাল থেকে সিরাজের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় চাঁনমিয়া ও শহিদুল্লার নেতৃত্বে সিফাতের পক্ষের ১০/১২ জন লোক দা ও লাঠি নিয়ে সিরাজের বাড়িতে হামলা চালিয়ে বিয়ে অনুষ্ঠানের চেয়ার টেবিলসহ বিভিন্ন মালামাল ভাংচুর এবং খাবার তছনছ করে। এ সময় হামলাকারীদের এলোপাথাড়ি মারধরে ও ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। তারা ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে সিরাজ উদ্দিনের স্ত্রী জোবায়দা খাতুন জানান। আহতদের মধ্যে ছালেহা, জুয়েল, হিরণ, চাঁনমিয়া, সুরাইয়া, হেলেনা, জুবাযের, আশিক ও তামান্নাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
×