ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মান্ধ গোলক ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করছেন

প্রকাশিত: ০৪:০৭, ১৪ জানুয়ারি ২০১৭

জন্মান্ধ গোলক ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করছেন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৩ জানুয়ারি ॥ মাগুরায় অন্ধ ঢোল বাদক গোলক বিশ্বাস (৫০)। জন্ম থেকে অন্ধ। জীবনযুদ্ধে না হেরে, কারও বোঝা না হয়ে ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করছে। যা সকলের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। গোলক বিশ্বাসের বাড়ি দাগবাইশা গ্রামে। পিতার নাম মৃত ননীগোপাল বিশ্বাস। ৬ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। জন্ম থেকে অন্ধ। গোলক পরিবারের বোঝা না হয়ে ডোল বাজানো শিখেছেন। বিশিষ্ট বাউল শিল্পী নূর আলীর প্রধান যন্ত্রশিল্পী অন্ধ গোলক বিশ্বাস। বিশিষ্ট বাউল শিল্পী নূর আলী যেখানে অনুষ্ঠান করেন সেখানে তার সঙ্গে থাকেন গোলক বিশ্বাস। গানের সঙ্গে ঢোল বাজান। চোখে না দেখলেও তাল শুনে সুন্দরভাবে ঢোল বাজান, যা সকলকে অবাক করে দেয়। ঢোল বাজিয়ে যা আয় করেন তা দিয়ে তার খরচ নির্বাহ করেন। অন্যের বোঝা হতে চাননি। জীবনযুদ্ধে হেরে যাননি গোলক। মাগুরা শহরের একটি অনুষ্ঠানে তার ঢোল বাজনা সকলকে মুগ্ধ করে। হঠাৎ চালের মূল্যবৃদ্ধি ॥ বিপাকে ক্রেতা নিজস্ব সংবাদদাতা, মাগুরা , ১৩ জানুয়ারি ॥ মিলারদের সিন্ডিকেটের কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিমনে দাম বেড়েছে একশত টাকা। ফলে ক্রেতারা বিপাকে পড়েছেন। জানা গেছে, মাগুরার চালের বাজারের প্রকারভেদে প্রতিমনে দাম বেড়েছে এক শত টাকা করে। আটাশ চাল ৪০ টাকা, মিনিকিট প্রকারভেদে ৪৭ টাকা থেকে ৪৯ টাকা, বাঁশমতি ৫১ টাকা থেকে ৫৩ টাকা এবং মোটা সর্বনিম্ন ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন পূর্বে এই চালের দাম প্রতিকেজিতে ২ থেকে ৩ টাকা এবং প্রতিমনে একশত টাকা কমছিল। চালের দামবৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বিপাকে পড়েছেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছে। হঠাৎ করে চালের দামবৃদ্ধি প্রসঙ্গে চাল বিক্রেতারা জানান, মিলারদের সিন্ডিকেটের কারণে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া ধানের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে সেই জন্য চালের দাম বেড়েছে। নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জানুয়ারি ॥ তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় এনএস সরকারী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে এনএস সরকারী কলেজ অডিটরিয়ামে জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এবং এনএস সরকারী কলেজের অধ্যক্ষ এন এইচ খালেদসহ অন্যান্যরা। এবারের ডিজিটাল মেলায় ৫টি প্যাভিলিয়নে সরকারী- বেসরকারী শতাধিক স্টল অংশ গ্রহণ করছে। পরিবেশ সচেতনতায় র‌্যালি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ সেøাগানে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও জেলার পিপি শাহ আজিজুল হক। সাংবাদিক মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, এ্যাডভোকেট লুৎফুর রশিদ রানা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চসহ অন্যরা।
×