ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে’

প্রকাশিত: ০৪:০৬, ১৪ জানুয়ারি ২০১৭

‘ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে’

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তনি শুক্রবার সকালে চৌদ্দগ্রামে হোটেল হাইওয়ে ইন-এ উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এর আগে তিনি হোটেলে পৌঁছুলে উপস্থিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার ফেরদৌস আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ভ.ম আবতাবুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় তিনি কুমিল্লাসহ চৌদ্দগ্রামের উন্নয়ন কর্মকা-ের খোঁজখবর নেন এবং সরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে সরকারের কর্মসূচী বাস্তবায়নের আহ্বান জানান। কুষ্টিয়ায় ওসি প্রত্যাহার আওয়ামী লীগ নেতা খুন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা ও গ্রাম্য চিকিৎসক লুৎফর রহমান সাবু (৪৫) হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা সাবুকে হত্যা করে দুর্বৃত্তরা। এর জের ধরে ঘটে যাওয়া সহিংসতা সামাল দিতে না পারায় তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়। বুধবার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গোরস্থানের সামনে লুৎফর রহমান সাবুকে নির্মমভাবে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জাসদ সমর্থিত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
×