ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে কাঠের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছে জর্দা

প্রকাশিত: ০৪:০৬, ১৪ জানুয়ারি ২০১৭

ঘাটাইলে কাঠের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছে জর্দা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জানুয়ারি ॥ ভেজাল ও নকল পণ্যের রমরমা ব্যবসা চলছে টাঙ্গাইলে। খাদ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের নকল ব্যবসা কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বা আদালতের কোন নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা। ভেজাল ও হুবহু নকল ব্যবসার প্রসার জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে বা কোন রকমে ম্যানেজ করে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে করে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। প্রতারিত হচ্ছেন জনগণ। ঘাটাইল উপজেলার চোতিলা গ্রামে এ রকম একটি নকল কারাখানার সন্ধান পাওয়া গেছে। এ গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখা যায়, দেশের নামকরা কয়েকটি জর্দা ফ্যাক্টরির পণ্যের নাম দিয়ে কারখানায় দেদার বানানো হচ্ছে বিভিন্ন কোম্পানির জর্দা। বেলপাতা, কাঠের গুঁড়ার সাথে খুবই নিম্নমানের তামাকপাতা ও কেমিক্যাল মিশ্রিত সুগন্ধি দিয়ে জর্দা বানানো হচ্ছে। নোংরা পরিবেশে তৈরি করা জর্দা সেখান থেকে বিক্রি হচ্ছে সারা জেলার বিভিন্ন হাটবাজারে। দেশের স্বনামধন্য রতন ও দরবার ব্র্যান্ডের সাথে হুবহু মিল রেখে হাজার হাজার কৌটা জর্দা বিক্রি করা হচ্ছে ওই বাড়ি থেকে। নকল ওই জর্দা ফ্যাক্টরির মালিক মফেল মিয়া নিজে ও তার পরিবারের সদস্যদের নিয়ে নকল জর্দা তৈরি করছেন। এ বিষয়ে বলেন, এটি কোয়ালিটি জর্দা। জর্দা তৈরির বৈধ কাগজপত্রও তিনি দেখাতে পারেননি। এ ব্যাপারে দরবার জর্দার স্বত্বাধিকারী মশিউর রহমান জানান, তিনি মমো কেমিক্যাল কোম্পানির পণ্য দরবার নামক জর্দা উৎপাদন ও বাজারজাত করে আসছেন ১৯৯০ সাল থেকে। ঘাটাইলের মফেল মিয়া নামের একজন কোন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়াই ‘দরবার’ জর্দার ফয়েল প্যাকেট হুবহু অনুকরণ ও নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছেন। শুধুমাত্র দরবার শব্দের আগে খুবই ক্ষুদ্র আকারে সূর্য শব্দটি সুকৌশলে সংযুক্ত করা হয়েছে মাত্র। এতে করে তার ব্যবসার প্রচুর আর্থিক ক্ষতিসাধন হচ্ছে। এ ব্যাপারে দরবার জর্দার স্বত্বাধিকারী মশিউর রহমান নকল ব্যবসায়ীর বিরুদ্ধে জর্দা উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। পরে সহকারী জজ আদালত ঘাটাইলের সিনিয়র সহকারী জজ মুহাম্মদ আব্দুল হালিম মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দরবার বা সূর্য দরবার শব্দ ব্যবহার করে জর্দা বাজারজাত না করার নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের এ নির্দেশ উপেক্ষা করেই ব্যবসা পরিচালনা করে আসছেন।
×