ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিড়িয়াখানায় দুর্লভ হাড়গিলা পাখি

প্রকাশিত: ০৪:০৪, ১৪ জানুয়ারি ২০১৭

চিড়িয়াখানায় দুর্লভ হাড়গিলা পাখি

বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ২০১৫ সালে। বিশ্ব পরিম-লেও পাখিটির দেখা পাওয়া যায় দু-একটি দেশে। ১৯৭৫ সালে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় তিনটি পাখি সংগ্রহ করা হয়। দীর্ঘ চার দশকে মাত্র তিনবার বাচ্চা দিয়েছে পাখিটি। এবার চারটি ডিম নিয়ে বাচ্চা প্রজননের অপেক্ষায় বিলুপ্তপ্রায় এই হাড়গিলা পাখি। তাই নতুন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশার আলো দেখছে পাখিটিকে টিকিয়ে রাখার। পাখিটির নাম হাড়গিলা। এক সময়ে এই অঞ্চলে পাখিটির অবাধ বিচরণ দেখা গেলেও ১৯৫৪ সালের পর মাত্র একবারের জন্য দেখা গেছে পাখিটি। পরিসংখ্যান বলছে, দুই হাজারেরও কমসংখ্যক পাখি টিকে আছে গোটা ভূম-লে। ১৯৭৫ সালে তিনটি পাখি সংগ্রহ করে সংরক্ষণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর ১৯৯৫ ও ২০১০ সালে দুবার ডিম দিয়েছিল পাখিটি। তবে পরপর ২০১৫ ও ১৬ সালে পাখিটি ডিম দেয়ায় দেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা পাখিটি প্রকৃতিতে আবার বিচরণ করবে এমন স্বপ্নই দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বছর পাখিটি তিনটি বাচ্চা দিলেও মারা যায় একটি। এবার কর্তৃপক্ষকে আরেকটু যতœশীল হওয়ার আহ্বান দর্শনার্থীদের। -স্টাফ রিপোর্টার
×