ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাক ড্রাইভারদের ইচ্ছেতেই অবৈধ ট্রাকস্ট্যান্ড

প্রকাশিত: ০৪:০২, ১৪ জানুয়ারি ২০১৭

ট্রাক ড্রাইভারদের ইচ্ছেতেই অবৈধ ট্রাকস্ট্যান্ড

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ একটি সরকারী অপরটি বন্দোবস্তকারী শ্রমিক সমিতির। একটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের শহরতলীর দ্বারিয়াপুর মহল্লায়। অপরটি শহরের মধ্যে ঢাকা বাস স্ট্যান্ডের কাছাকাছি। দুটি ট্রাক টার্মিনাল। কিন্তু এসবের তোয়াক্কা না করে শাহনেয়ামতুল্লাহ কলেজের কাছাকাছি জেল খানা পর্যন্ত রাজশাহীগামী ব্যস্ততম প্রধান সড়কের ধারে করা হয়েছে অপর একটি ট্রাকস্ট্যান্ড। তবে এই স্ট্যান্ডের দাঁড়িয়ে থাকা ট্রাকের অধিকাংশ ফাঁকা। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পাল্টে যায় চিত্র। সোনামসজিদ স্থল বন্দর থেকে পণ্যবাহী অধিকাংশ ট্রাক শহরে ঢুকেয় দাঁড়িয়ে পড়ে এই রাস্তার ধারে। এইসব ট্রাকের গন্তব্য ভিন্ন জেলায় হলেও এই সড়কের ধারে ৪/৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য ড্রাইভারদের রাতের খাবার গ্রহণ। এই মহল্লায় রাস্তার ধারে অস্থায়ীভাবে তৈরি একাধিক হোটেল রয়েছে। পাশাপাশি বুনিয়াদি হাইফাই হোটেলও রয়েছে। তবে ট্রাক ড্রাইভাররা অধিকাংশ সাধারণ হোটেলে ঢুকে থাকে। রাস্তা জুড়ে একেবেঁকে ট্রাকের লম্বা লাইনের কারণে সাধারণ মানুষ দারুণভাবে ভোগান্তির শিকার হয়। বিশেষ করে ছোট যানবাহন, প্রাইভেট কার, বাস, কোচ ও ঢাকাগামী গাড়ি অধিক হারে অসুবিধার মধ্যে পড়ে। আবার রাজশাহী থেকে আসা যানবাহন বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে। তারা শহরে প্রবেশের মুখে নানান ধরনের অসুবিধার সম্মুখীন হয়। এখানেই অর্থাৎ শাহনেয়ামতুল্লাহ কলেজের সামেন ত্রিমুখী সড়ক থাকার কারণে এমনিতেই যানবাহনের ভিড় হয়ে থাকে। তাছাড়া রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের যাত্রী বহনকারী গাড়ি এখানে এসে থেমে যাত্রী নামিয়ে থাকে। শহরসহ জেলার বিভিন্ন স্থানের যাত্রীরা গাড়ি বদল করে এখান থেকে গন্তব্যে চলে যায়। কিন্তু কাছাকাছি অবৈধ ট্রাক স্ট্যান্ডের কারণে বহু যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণে মারা যায়। এখানকার অবৈধ ট্রকাস্ট্যান্ড নিয়ে প্রশাসন বা পুলিশের কোন মাথাব্যথা নেই। কারণ ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনী কোন ট্রাক ড্রাইভারের কোন কাজে বাধা না দিয়ে সহযোগিতা করে থাকে। কারণ এসব ট্রাক ড্রাইভার আইন প্রয়োগকারীদের নিয়ন্ত্রণ করে থাকে অধিক কাঁচা পয়সা দিয়ে। পাশাপাশি জেলা বা উপজেলা প্রশাসন ভয়ে তটস্থ থাকে। কারণ একটাই উল্টাপাল্টা হলেই ট্রাক দিয়ে প্রধান রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘটে চলে যায়। বিধায় এদের কেউ কোন অনিয়মে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে। ফলে ইচ্ছেমতো যেখান সেখানে ট্রাক দাঁড় করিয়ে রেখে জন দুর্ভোগ বাড়িয়ে থাকে।
×