ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন রেলপথ আবশ্যক

প্রকাশিত: ০৩:৫৭, ১৪ জানুয়ারি ২০১৭

নতুন রেলপথ আবশ্যক

কয়েক শ’ বছর অতিক্রম করার পরেও ব্রিটিশ আমলে নির্মিত রেলপথ বহাল রয়েছে ডিজিটাল বাংলাদেশে। সময় থেমে নেই। এই ভূখ-ে জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। অনেক নদীপথ হারিয়ে যাওয়াতে নৌযোগাযোগ ৫০ শতাংশ হ্রাস পাওয়ায় রেল যোগাযোগের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সড়ক পথের আয়তন জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পায়নি। যানবাহনে স্বল্পতার সঙ্গে অধিক ভাড়ার কারণে রেলের গুরুত্ব অপরিসীম। প্রায় ৫৭ হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশে রেল পথ দ্বিগুণ বৃদ্ধি করা জরুরী। এলাকাভিত্তিক ও গুরুত্বপূর্ণ অঞ্চলে রেল পথ নির্মাণ করতে হবে এখনই। যেমন ময়মনসিংহ হতে ফুলপুর হয়ে সীমান্ত এলাকা হালুয়াঘাট এবং সেখান থেকে সোজা পূর্ব দিকে সুনামগঞ্জ হয়ে ছাতক রেলপথের সঙ্গে সংযুক্ত করতে হবে। যোগাযোগের ক্ষেত্রে একেবারে বঞ্চিত অঞ্চলটি রেল যোগাযোগের নেটওয়ার্কের আওতায় অন্তর্র্ভুক্ত বিশেষ গুরুত্ব বহন করে। এর পর রাজশাহীর নবাবগঞ্জে গোমস্তাপুর রেলপথকে জয়পুরহাট রেল লাইনের সঙ্গে যুক্ত করা দরকার। ঢাকা থেকে সাভার হয়ে মানিকগঞ্জ এবং সেখান থেকে আরিচা পর্যন্ত, সাভার হতে একটি শাখা উত্তর কেরানীগঞ্জের ওপর দিয়ে নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগরে নবনির্মিত বিশ্বসড়কে পদ্মা রেল লাইনের সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন। চট্টলার রেল লাইন পর্যটন অঞ্চল কক্সবাজার পর্যন্ত এবং সেখান থেকে টেকনাফ পর্যন্ত বৃদ্ধি করা হলে ডিজিটাল বাংলায় হবে মাইলফলক। রংপুর রেলপথ হতে একটি নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে পঞ্চগড় হয়ে তেঁতুলিয়াকে যুক্ত করা যায়। ঢাকার কমলাপুর হয়ে উড়াল পথে নারায়ণগঞ্জ, সাভার ও টঙ্গীকে যুক্ত করতে পৃথক ওভার ব্রিজ নির্মাণ করে নতুন রেলপথ তৈরি হলে যানজটমুক্ত রাজধানী উপহার দেয়া সম্ভব। মেছের আলী শ্রীনগর, মুন্সীগঞ্জ বিষয়টি বিবেচনা করুন শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০০.০০০ ০.০৭১.০২.০১৬.৯২ (অংশ-৩)-১০৮৬ তারিখ ০৪-১২/২০১৬ ইং মারফত সরকারী উচ্চ বিদ্যালয়ের ৪৫০ জন সহকারী শিক্ষক-শিক্ষিকাকে সহকারী প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। এই তালিকায় বেশ কয়েকজন শিক্ষক আছেন, যাদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় তাদের ব্যক্তিগত নামের গেজেট আজও প্রকাশিত হয়নি। অথচ অনিয়ম ও অনৈতিকভাবে পদোন্নতির তালিকায় তারা ঠিকই নাম অন্তর্ভুক্ত করতে পেরেছেন। ফলে অন্য শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ঐ তালিকা বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তারেক হাসান মুক্তা সদর, ময়মনসিংহ
×