ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুটি মনসুর গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৯:০০, ১৩ জানুয়ারি ২০১৭

কুটি মনসুর গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’/ আইলাম আর গেলাম-পাইলাম আর খাইলাম ভবে’... এরকম অসংখ্য কালজয়ী গানের প্রখ্যাত গীতিকার কুটি মনসুর (৯০) মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডের নয় নম্বর রুমের ৩৫ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে কুটি মনসুরের ছেলে মজনু জানান, তার বাবগত বছরের ২২ ডিসেম্বর রামপুরার বনশ্রীর বাসায় মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার ডান হাত অবশ হয়ে আছে এবং নাকে লাগানো নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। মজনু জানান, শেষ বয়সে তার বাবা কয়েকটি বইও লিখেছেন। যার ভেতর রয়েছে- ‘আমার বঙ্গবন্ধু, আমার ৭১’। বইটিতে সবগুলো গানই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। এতে রয়েছে ৭১টি গান। পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন বইমেলা উপলক্ষে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করতে চেয়েছিলেন কুটি মনসুর। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাওয়ায় নতুন এই বইটির প্রকাশনা উৎসব বাতিল করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। তার চার মেয়ে ও দুই ছেলে। কুটি মনসুরের সেজো জামাতা সঙ্গীত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ দোলন বলেন, এমনিতে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে সরকার যেন তার পাশে দাঁড়ায় পরিবারের পক্ষ থেকে এমন আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
×