ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ আর পিছিয়ে নেই, সেটা নিশ্চিত ॥ মেনন

প্রকাশিত: ০৮:৪৫, ১৩ জানুয়ারি ২০১৭

দেশ আর পিছিয়ে নেই, সেটা নিশ্চিত ॥ মেনন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। দেশ কতটুকু এগিয়েছে তা মাপকাঠিতে পরিমাপ না করতে পারলেও বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, সেটা নিশ্চিত। আমাদের অর্থনীতির অগ্রগতির দিকে তাকালে সেটি আরও নিশ্চিত হওয়া যায়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন। বাংলার পাঠশালা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ও গবেষক ড. নজরুল ইসলামের ‘গবেষণা ও প্রস্তাব’ বই থেকে আলোচনা করা হয়। এতে অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেনÑ বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, ঢাবি বাংলা বিভাগের অনারারি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক আহমাদ মাযহার প্রমুখ। দিনব্যাপী এ অনুষ্ঠানটি পাঁচটি অধিবেশনে বিভক্ত ছিল। অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, বাংলাদেশের অর্থনীতি উৎপাদন ব্যবস্থা, পরিবেশসহ সামগ্রিক দিক নিয়ে জড়িত। আর এ দিকগুলো এখন উন্নত হচ্ছে। ফলে দেশের অর্থনীতি এখন আরও সমৃদ্ধ হতে চলেছে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হতে চলেছে তার প্রমাণ পাওয়া যায় পদ্মা সেতুর দিকে তাকালে। এটি আজ দেশীয় অর্থায়নে তৈরি হচ্ছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, বর্তমানে দেশে রাজনীতি নেই। যেটা আছে তা হলো ‘রাজ চালাকি’। তিনি বলেন, আমাদের সময়ে আমরা রাজনীতির মধ্য দিয়ে ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র নির্বাচন, পাকিস্তানের মার্শাল ল’ প্রতিহত করেছি। এই ছিল তখনকার রাজনীতি। ৬০’র দশক বাঙালী জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন এসডিজির পর্বে প্রবেশ করেছে। এর ফলে দেশ এখন অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নতির একটি দিক হলো পরিবেশ। পরিবেশ উন্নত হলে দেশ আরও এগিয়ে যাবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, দেশকে তার আত্মনির্ভরশীলতা বজায় রাখতে হবে। বিদেশী সাহায্য নিলেও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমাদের হাতে রাখতে হবে।
×