ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেলিটকের গ্রাহক এক কোটিতে নেয়া হবে ॥ তারানা

প্রকাশিত: ০৮:৩১, ১৩ জানুয়ারি ২০১৭

টেলিটকের গ্রাহক এক কোটিতে নেয়া হবে ॥ তারানা

স্টাফ রিপোর্টার ॥ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, চলতি বছর দেশে টেলিটকের গ্রাহক এক কোটিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। সেই সঙ্গে এ মোবাইল গ্রাহকদের সার্বিক সেবার মান বাড়ানোর লক্ষ্যে রাজধানীসহ দেশব্যাপী কাস্টমার কেয়ার সেন্টার ও রিটেলার ডিলারের সংখ্যা বাড়ানো হবে। মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিটিসিএল কম্পাউন্ডে টেলিটকের নতুন কাস্টমার কেয়ার উদ্বোধন উপলক্ষে এ তথ্য প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ। তারানা হালিম বলেন, টেলিটকের সার্বিক সেবার মান অন্যান্য অপারেটরের চেয়ে অনেক ভাল। বিশেষ করে মোবাইলে ইন্টারনেটের গতি অনেক বেশি রাজধানীতে। এতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় অনেক প্রয়োজনীয় কাজ সঠিক সময়ে করা যাচ্ছে না।
×