ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠি

অবশেষে শ্রমবাজার খুলে গেল মালয়েশিয়ায়

প্রকাশিত: ০৮:১২, ১৩ জানুয়ারি ২০১৭

অবশেষে শ্রমবাজার খুলে গেল মালয়েশিয়ায়

ফিরোজ মান্না, মালয়েশিয়া থেকে ॥ অবশেষে মালয়েশিয়ার শ্রম বাজারের দ্বার উন্মোচন হলো। বুধবার মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে বাংলাদেশী কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ায় পাওয়া খবরে জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। মালয়েশিয়ার সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে জিটুজি প্লাস চুক্তির আওতায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশকে চিঠি দেয়া হয়েছে। এই চিঠির সঙ্গে তাদের মনোনীত জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানের একটি তালিকাও রয়েছে। অনুমোদিত তালিকার এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়া সরকারের দেয়া তালিকা পেয়েছি। এখন এটি নিয়ে কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশী কর্মী পাঠানো শুরু করা সম্ভব হবে। সূত্র জানিয়েছে, ২০০৯ সালে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধ করে দেয় দেশটির সরকার। ২০০৭ ও ২০০৮ সালে অতিরিক্ত কর্মী পাঠানোসহ নানা অনিয়মের অভিযোগে দেশটি এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী ও কূটনীতিকদের তৎপরতায় শ্রমবাজারটি পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। কিন্তু বনায়ন খাতে দুই দেশের সরকারী ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর এই উদ্যোগ খুব একটা সফল হয়নি। তিন বছরে ১৫ লাখ কর্মী পাঠানোর সম্ভাবনা থাকলেও মাত্র সাড়ে ৮ হাজার কর্মী পাঠানো সম্ভব হয়। এই ব্যবস্থা সফল না হয় পরবর্তীতে বিটুবি (ব্যবসায়ী পর্যায়ে) এবং সর্বশেষ জিটুজি প্লাস (সরকার টু সরকার ও ব্যবসায়ী পর্যায়ে) কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রায় দেড় বছর আগে জিটুজি প্লাসের প্রক্রিয়া শুরু হয়। পরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে উভয় দেশের মধ্যে জিটুজি প্লাসের চুক্তি স্বাক্ষর হয়েছে। ১১ মাস পরে বাজার শ্রমবাজারটি খুললো। জনশক্তি নিয়োগ খাতে মালয়েশিয়া সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক অংশীদার বেস্টিনেট গ্রুপের প্রধান কর্মকর্তা দাতো মোহাম্মদ আমিন বিন আব্দুল নূর কুয়ালালামপুরের ‘রয়েল বিনতান হোটেলে’ অবস্থানকারী বাংলাদেশী ৮ সাংবাদিককে জানিয়েছেন, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা অনলাইনে কর্মী নিয়োগের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছি। সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, আগামী সপ্তাহের যে কোন দিন বাংলাদেশ কর্মী পাঠানো শুরু করতে পারে।
×