ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু হলো তরুণ লেখকদের সাহিত্য ভাবনা নিয়ে নতুন বিভাগ। চর্যাপদ’র ভূমি। সঙ্গে তাদের রচিত সাহিত্য কর্ম

প্রকাশিত: ০৬:৫৯, ১৩ জানুয়ারি ২০১৭

শুরু হলো তরুণ লেখকদের  সাহিত্য ভাবনা নিয়ে নতুন বিভাগ। চর্যাপদ’র ভূমি। সঙ্গে তাদের রচিত সাহিত্য কর্ম

সেলাই টেবিলে টেবিলে রোগী- অষ্টপ্রহর জ্বলে অপারেশন থিয়েটারের আলো- কারও বাইপাস- কারও ওপেনহার্ট- এইভাবে জেনে যাবে, হৃদবিশেষজ্ঞের কাঁচি কতটা ধারালো- অলিন্দে অলিন্দে ক্ষতÑ ধমনীতে দিনরাত রক্তের তীব্র অবরোধÑ নিলয়ে গোপন ব্যথাÑ বাম বুকে মাঝে মাঝে সার্কাসের হাতি দেয় পাড়া- এ এক এমন অসুখ- একবার হয়েছে যার, সে দেখে যমের চেহারা- ডাক্তার প্রস্তুত আছে, ওষুধ ব্যর্থ যখন, এবার চলবে শুধু ছুরি আর কাঁচির লড়াইÑ কাটা-ছেড়া শেষ হয়Ñ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতরাও শুকোয় অবশেষে- তারপর, রোগীরাও বাড়ি ফেরেÑ মহান চিকিৎসক অনেক যতœ করে দিয়েছে যে মিহিন সেলাই! হৃদয়ের অসুখ নিয়ে ঘোরে, দিন কাটে এ-রকম অসংখ্য মানুষের গল্প শুনে শুনেÑ সবার হৃদয় আজ বেঁচে আছে কারও-না-কারও আশ্চর্য সেলাইয়ের গুণে... পিতার হাত একটি মায়বি বৃক্ষের সাথে আমার বন্ধুত্ব বেড়ে উঠছে আজকালÑ যেভাবে বেড়ে ওঠে গর্ভের সন্তানÑ দিনে দিনেÑ রোদ আর বৃষ্টির ভেতরÑ তোমাদের অসংখ্য করাতকলের আওয়াজ কেবলই তকে সন্ত্রস্ত করে তোলেÑ আর এইভাবে আমিও জেনে যাই, কেমন শব্দ করে হেঁটে হেঁটে মৃত্যুরা আসে জীবনের কাছেÑ তোমরা তো আবিষ্কার করেছ ড্রোনÑ পরম আণবিক বোমাÑ যাবতীয় যুদ্ধের রসদÑ এই ভয়ে এই ছোট্ট জীবন নিয়ে আমি সেই বৃক্ষটির কাছে যাইÑ প্রিয় বৃক্ষ! আমার বন্ধুÑ আমাকে উদ্দেশ্য করে একটি পাতা ঝরিয়ে দেয়, অনন্ত ¯েœহ আর নির্ভরতা নিয়ে সেটি আমার বুকের ওপর এসে পড়েÑ এমন কোমল স্পর্শ আর নির্ভরতা কেবল আমার পিতার হাতেই ছিলÑ কাঠঠোকরার কাহিনী রঙিন কাগজের নৌকায় তোমার সান্ধ্যভ্রমণ কি শেষ হলো- সেই কখন থেকে অভিমান-আক্রান্ত একটা বুলবুলি তোমাকে ডাকছে, উঠে এসো এই গর্বিত গোলাপের বনে- আজ জেনেছি, প্রতিদিন দুপুরে যে তোমার স্বপ্নাবিষ্ট ঘুম ভাঙিয়ে দেয়, সেই কাঠঠোকরাটি বিগত জনমে এক অভিশপ্ত কাঠুরিয়া ছিল- আমি অজ্ঞ, তাই তোমার সৌন্দর্য অপেক্ষা রূপের দৌরাত্ম্যই ধরা পড়ে বেশিÑ পৃথিবীর সমস্ত আয়না তথা প্রতিফলকের বিরুদ্ধে তোমার যত অভিযোগ সবই আমি এক পিপাসার্ত সারসের ডানায় লিপিবদ্ধ করে রাখি। বনের ভেতর থেকে প্রতিদিন এক বাঘবিধবার কান্না ভেসে আসে, তার হাতে মরচে পড়া কুঠার। যেদিন তুমি ডোরাকাটা কাগজের নায়ে চড়বে, সেদিন জেনে নেব, কাঠঠোকরা, যে বিগত জনমে কাঠুরিয়া ছিল, এক মাংসান্বেষী বাঘের হাতে তার মৃত্যু হয়েছিল কি নাÑ
×