ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তারকা ফ্যাশন

‘লাল রঙের প্রতি দুর্বলতা আছে’

প্রকাশিত: ০৬:৫৫, ১৩ জানুয়ারি ২০১৭

‘লাল রঙের প্রতি দুর্বলতা আছে’

শপিং করেন কোথা থেকে? -টুকটাক শপিং ঢাকার যে কোন জায়গা থেকে করে থাকি। আর সব সময় বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক থেকে করি। এছাড়া কিছু জিনিস আছে তার জন্য নিউমার্কেট যেতে হয়। স্পেশাল শপিং ঢাকার বাইরে থাইল্যান্ড থেকে করি। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? -আমি নরমালি ভাত খেতে পছন্দ করি। মোটা হয়ে যেতে শুরু করলে তখন হাল্কা ডায়েট করি। তখন ফল ও প্রোটিন জাতীয় খাবার খাই। কি ধরনের খাবার খেতে পছন্দ করেন? -ভাত, মাছ, মাংস, শাকসবজি। বাঙালী সব খাবার খেতে পছন্দ করি। কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন? -সচরাচর সালোয়ার-কামিজ পড়তে পছন্দ করি। পার্টিতে শাড়ি পরা হয়। আর পরিবেশ বুঝে পোশাক পরে থাকি। তবে সবচেয়ে পছন্দের পোশাক শাড়ি। কোন ব্রান্ডের পারফিউম ব্যবহার করেন সব সময়? - গুচি। আর সানগ্লাস? -রেই-বেন। অলঙ্কার পড়তে ভাল লাগে? -জুয়েলারি পড়তে পছন্দ করি। তবে ভারি জুয়েলারি নয়। সিম্পলগুলো ভাললাগে। লেদার বা স্টিল কোন ধরনের ঘড়ি আপনার পছন্দ? -বড় ডায়ালের পছন্দÑ সেটা লেদারও হতে পারে আবার স্টিলেরও হতে পারে। কোন ফ্যাশন আইকনকে কি ফলো করেন? -আমি কোন ফ্যাশন আইকনকে ফলো করি না। কারণ আমার কাছে মনে হয় আমি যেটা করি সেটাই ফ্যাশন। কাউকে ফলো করলে তার মতো আমাকে ভাল নাও লাগতে পারে। যেটাতে আমার ভাল লাগে, সাচ্ছন্দ্য বোধ করি সেটাই আমার কাছে ফ্যাশন। কি ধরনের জুতা পরতে পছন্দ করেন? -স্যান্ডেল আর হিল পড়া হয়। বেশির ভাগ চলাফেরা করি সিøপার পায়ে। ঘুরতে পছন্দ করেন? কোথাই যেতে ভাল লাগে? -ঘুরতে খুব ভাল লাগে। দেশের মধ্যে কক্সবাজার খুব পছন্দ। আর দেশের বাইরে মালয়েশিয়াতে ঘুরতে অনেক ভাল লেগেছে। অবসর সময়ে কি করেন? -অবসর সময়ে ঘুমাই। তাছাড়া টেলিভিশন দেখি, খাওয়া দাওয়া করি, পরিবারের সঙ্গে সময় কাটাই। আসলে একেকটা অবসর একেক রকম করে কাটাই, কোন সময় পরিবারের মানুষের সঙ্গে কাটাই। আবার কোন সময় বন্ধুরা মিলে ঘুরতে যাই। শখ কি? -ঘোরাঘুরি। প্রিয় মানুষ কে আপনার? Ñআমার মা পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। কোন ধরনের রঙের পোশাকের প্রতি কি কোন ধরনের দুর্বলতা আছে কিনা? -লাল রঙের পোশাকের প্রতি দুর্বলতা আছে। ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করেন? -না। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? -কাজ তো অনেক করে যাচ্ছি। তবে আমার কাজ গুলো যেন মানুষের মনের ভিতর জায়গা করে নিতে পারেÑ এটাই আমি ভবিষ্যতে দেখতে চাই। শীতে ফ্যাশনকে কিভাবে দেখতে চান? -শীতে তো অনেক ধরনের ফ্যাশন করা যায়, যেমন সোয়েটার, জ্যাকেট, কোর্ট, টুপি ইত্যাদি। তবে শীতটা ভাল যদিও, কিন্তু শীতকাল আমার ভাল লাগে না। শীতে অলসতা বেশি লাগে। আমার শীতের চেয়ে গরম ভাল লাগে।আবার শীত কাজের জন্য ভাল। যেমন মেকআপ নষ্ট হয় না সারা দিন। শীতকালের একটা বড় সমস্যা হচ্ছে শীতকালে শীতকালীন নাটক খুব কমই হয়। যেমন, শীতকালে শীতের পোশাক না পড়ে গরমের পোশাক পড়ে শূটিং করতে হয়। এমন অবস্থাতে সমস্যায় পড়তে হয়। ফ্যাশন বিষয়ে নতুনদের জন্য কিছু বলেন? -ফ্যাশনে আসলে কাউকে কোন কিছু বলে তো হবে না। ফ্যাশন হচ্ছে একেক সময় একেক রকম আসে। যখন যেটা চলে তখন সেই ফ্যাশন দিতে হয় বা কারও স্টাইলকে ফলো করতে পারে। আমার কাছে মনে হয় এমন কিছু করব না যা বেমানান মনে হয়। অনেক সময় একটা সালোয়ার-কামিজ পরেও অনেক সুন্দরভাবেও নিজেকে উপস্থাপন করা যায়। সে ক্ষেত্রে আমি বলব, যা করো সেটা পরিপাটিভাবে করবে, তাহলে তোমাকে দেখতে ভাল লাগবে। তুমি এমন কিছু করবে না যেটা দেখতে খারাপ লাগবে। নিজের সঙ্গে যেটা মানানসই, সেটাই তোমার ফ্যাশন।
×