ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত দুই নারীকে সম্মাননা

প্রকাশিত: ০৬:৫১, ১৩ জানুয়ারি ২০১৭

‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত দুই নারীকে সম্মাননা

জায়াপতি সম্মাননা অনুষ্ঠানে ‘স্বপ্ন প্যাকেজ’ মালিকানা প্রাপ্ত টুঙ্গিপাড়ার রাবেয়া বেগম এবং কালীগঞ্জের (গাজীপুর) মা-সংসদের স্পীকার অর্পিতা রাণী সরকারসহ স্ব স্ব ক্ষেত্রে প্রশংসনীয় যৌথ অবদানের জন্য ৭ জন এই মিছিলে ছিলেন। ‘স্বপ্ন প্যাকেজ’-এর মিছিলের আর একজন রাবেয়া বেগম, ‘আমি একজন মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ প্রাপ্ত মা। আমার প্রথম গর্ভধারণের বেলায় মাতৃত্বকালীন ভাতা পেয়েছি। আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বাড়ির পাশের বাসিন্দা, টুঙ্গিপাড়া থেকে এসেছি। মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ দেয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং র্ডপ এর প্রধান জনাব এএইচএম নোমান স্যারকে ধন্যবাদ জানাই। আমি মাসে ৩৫০ টাকা করে মোট ২৪ মাস এ ভাতা পেয়েছি। এই ভাতার টাকা দিয়ে পুষ্টিকর খাবার খেয়েছি বলে আমি পুষ্টিসম্পন্ন সন্তান জন্ম দিতে পেরেছি। আমি আগে অনেক গরিব ছিলাম। আমার থাকার কোন ঘর ছিল না, কোন সম্পদ ও পুঁজি ছিল না। এ অবস্থায় যখন আমি স্বপ্ন প্যাকেজ থেকে একটি ঘর ও স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্রিন ও একটি ভ্যান পেলাম, তখন আমার কাছে স্বপ্ন ঘরটি এবং সবকিছু স্বপ্নের মতই লেগেছে। আমরা এখন টিনের ঘরে বসবাস করি। বর্তমানে আমার ১টি মেয়ে সন্তান। যার বয়স ৪ বছর। আমি জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেছি। সরকার আমাকে সহায়তা দিয়েছে আমি সরকারকে সহযোগিতা করব- পরিবার ছোট রাখব। আমার স্বামী স্বপ্নের দেয়া ভ্যান চালায়। তাতে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই ও কিছু সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। আমি গরু পালন করি ও সারা বছর শাকসব্জি আবাদ করি। দু’জন মিলে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করি। এখন আমরা বেশ সুখে আছি। আমার সন্তানকে শিক্ষিত করতে চাই। সরকারের কাছে আমার চাওয়া, আমার মতো সারা বাংলাদেশের সকল গরিব গর্ভবতী মা যেন মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ পায়।’ অর্পিতা রানী সরকার বলেন, ভাতা দেয়ার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। ভাতার টাকা দিয়ে আমি ও আমার সন্তান পুষ্টিকর খাবার খেয়েছি। যে কারণে আমি এবং আমার সন্তান ভাল আছি। আমি একটি ঘর, একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, একটি গরু সম্পদ পেয়েছি। একটি গরু থেকে আমার তিনটি গরু হয়েছে। তার মধ্যে দুটি আবার কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে। গরুর দুধ নিজেরা খাই ও বিক্রি করে সংসার চালাই এবং কিছু সঞ্চয় করি। আমি ১০টি বনজ ও ফলজ গাছ লাগিয়ে যতœ করে বড় করছি। আমার প্রথম বাচ্চার বেলায় ভাতা পেয়েছি সে এখন ২য় শ্রেণীতে পড়ে। বর্তমানে আমরা অনেক ভাল আছি। আমি চাই সারাদেশের গরিব গর্ভবতী মায়েরা যেন আমার মতো ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ পায়। প্রধান অতিথি এইচটি ইমাম বিজয় দিবসের পটভূমির দীর্ঘ ধারাবাহিকতা এনে ‘মুক্তি’র পথ ও পাথেয় হিসেবে ‘কানেকটিং দ্য ডিসকানেকট’ এর এই বৈচিত্র্যময় অনুষ্ঠানকে এটাই বাংলাদেশ বলে অভিহিত করেন। তিনি, আরও বলেন, সংসারে স্বামী-স্ত্রীর বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে একটি সুন্দর পারিবারিক কাঠামো গড়ে ওঠে, সেই পারিবারিক কাঠামো সমাজ ও দেশ গঠনকে শ্রদ্ধা জানিয়ে জায়াপতিদের সম্মাননা স্মারক তুলে দিয়ে সরকারের স্বপ্ন প্যাকেজ বাস্তবায়ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এক গভীরতম শক্তি। অপরাজিতা ডেস্ক
×