ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৪৯, ১৩ জানুয়ারি ২০১৭

ছ বি র  গ ল্প

খাবারের তথ্য ফ্রিজ ক্যামে ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, ঘরের ফ্রিজে থাকা খাবারের তথ্য ছবি তুলে জানান দেবে ‘ফ্রিজ ক্যাম’। শুধু তা-ই নয়, এ্যাপনিয়ন্ত্রিত ক্যামেরাটি ফ্রিজে থাকা কোন কোন খাবারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা পরিমাণ কমে গেছে সেসবের তথ্যও জানাতে পারে। যে কোন ফ্রিজের ভেতরে ব্যবহার উপযোগী ক্যামেরাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টার। দাম ১৪৯ ডলার। ভার্চুয়াল জিম সময় বা সুযোগের অভাবে সবার জন্য জিমে যাওয়া হয়ে ওঠে না। সমস্যার সমাধান দেবে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিতে তৈরি ‘ইকারস’। স্যামসাং গিয়ার ভিআর, অকুলাস রিফট বা এইচটিসি ভাইভ ভার্চুয়াল রিয়ালিটি গ্লাস চোখে পড়ে নির্দিষ্ট গেম চালু করলেই এ সুযোগ মিলবে।
×