ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশী নারী নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশী নারী নিহত

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের ওরেগনে গাড়ির নিচে চাপা পড়ে এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। নিহত শ্রাবন্তী হক বিপাশা (৩৬) স্বামী ও দুই ছেলেকে নিয়ে সালেম শহরের ভলকানো স্ট্রিটের সাসেক্স এ্যাভিনিউতে থাকতেন। সোমবার রাতে ভলকানো স্ট্রিটের মোড় ঘোরার সময় এ্যালান প্যাট্রিক জ্যাকবসের (৫৪) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাসার দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে বলে পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ঘুমন্ত শ্রাবন্তীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার স্বামী ও দুই ছেলে অন্য ঘরে থাকায় তারা দুর্ঘটনা থেকে রক্ষা পান। সালেম পুলিশের কর্মকর্তা ডেভ ওকাদা স্থানীয় কাটু নিউজ এজেন্সিকে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। চালক বেশ কয়েকটি দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। নিহত শ্রাবন্তী তখন ঘুমিয়ে ছিলেন। সতর্ক হওয়ার সামান্যতম সুযোগও পাননি তিনি। পরদিন প্রতিবেশীরা শ্রাবন্তীর বাসায় ফুল নিয়ে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। এক প্রতিবেশী বলেন, তার (শ্রাবন্তী) ছেলের সঙ্গে আমার মেয়ে স্কুলে যেত। বাচ্চাগুলোকে এখন মা ছাড়া স্কুলে যেতে হবে- ভাবলেই আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে। ঘাতক গাড়ির চালক এ্যালান তদন্তে সহায়তা করায় তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনা হলেও দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
×