ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ জানুয়ারি ২০১৭

নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী/নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলা সীমান্তে এক কলেজশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুরের বাবলিবাড়ি এলাকায় বাঘা-লালপুর সড়কে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মোশারফ হোসেন। তিনি লালপুরের মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি রাজশাহীর বাঘার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। রাজশাহীর বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, মোশারফ হোসেন কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বাবলিবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের বাম পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, শিক্ষক মোশারফ কলেজ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। বাবলিবাড়ি মাঠের মধ্যে দুপুর একটার দিকে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। মোশারফের মোটরসাইকেল ঘটনাস্থলে পাওয়া যায়নি। ছিনতাইকারীরা গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা ওসি ওবায়েদের। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহুরুল ইসলাম বলেন, দুপুর পৌনে দুটোর দিকে মোশারফ হোসেনকে স্বাস্ব্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। তার বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক জহুরুল। ওসি আলী মাহামুদ বলেন, খবর পেয়ে তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন, বাঘা-লালপুর সড়কের বাবলিবাড়ি দুর্গম এলাকা। সেখানে বাঘা ও লালপুর থানা পুলিশ রাতে টহল দেয়। এজন্য আধা কিলোমিটারের মধ্যে দুই থানার দুটি পুলিশ বক্স করা হয়েছে। রাতে সেখানে পুলিশ থাকে। অপরাধীদের ধরতে বাঘা ও লালপুর থানা পুলিশ মাঠে নেমেছে বলে জানান তিনি।
×