ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরও ৮ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:৩২, ১৩ জানুয়ারি ২০১৭

আরও ৮ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। যোগাযোগ করা হলে বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জনকণ্ঠকে জানান, আমন্ত্রিত দলগুলোর সঙ্গে আগামী ১৬, ১৭ ও ১৮ তারিখে রাষ্ট্রপতি আলোচনা করবেন। পঞ্চম দফায় আমন্ত্রিত দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ (ন্যাপ), গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, পাঁচ বছর মেয়াদী নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে- ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।’ কিন্তু সংবিধানের আলোকে ওই আইন সাড়ে চার দশকেও না হওয়ায় প্রতিবারই নির্বাচন কমিশন গঠনে জটিলতা দেখা দেয়। কিন্তু এবারের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে। সবশেষ বুধবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ইসি গঠনে আইন করার প্রস্তাব দিয়েছে। স্বল্পসময়ে নতুন আইন করা সম্ভব না হলে পরবর্তীতে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠনেরও বিকল্প প্রস্তাব দিয়েছে দলটি। দশম জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান। ওই কমিশনের মেয়াদের শেষ পর্যায়ে এসে এবারও একইভাবে সংলাপের আয়োজন করে ইসি গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে প্রথম আলোচনায় বসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সব মিলিয়ে চার দফায় বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ, সিপিবি, বাসদ, কৃষক-শ্রমিক জনতা লীগসহ মোট ২৩টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়। সবশেষ বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়। উল্লেখ্য, কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন নির্বাচন কমিশন। ওই কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
×