ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথমদিন বাংলাদেশ ১৫৪/৩

প্রকাশিত: ০৫:৩১, ১৩ জানুয়ারি ২০১৭

প্রথমদিন বাংলাদেশ ১৫৪/৩

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথমদিন দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। তাতে করে প্রথমদিনটি নিজেদের করেও নিতে পেরেছে। ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান করে প্রথমদিন শেষ করেছে মুশফিকবাহিনী। ওপেনার তামিম ইকবাল ৫৬ রান করার পর মিডলঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ৬৪ রান করে অপরাজিত আছেন। আজ সাকিব আল হাসানকে (৫*) সঙ্গে নিয়ে দ্বিতীয়দিনের ব্যাটিং শুরু করবেন মুমিনুল। ওয়েলিংটনে বাতাসতো বয়েই চলেছে। তীব্র বাতাস। এরসঙ্গে থেমে থেমে আছে বৃষ্টি। ঠা-ায় যবুথবু অবস্থা। বাতাসে স্ট্যাম্পের বেল বারবার উড়ে যাচ্ছে। আম্পায়ারের মাথার টুপি উড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাটসম্যানরা ঠিকমতো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছেন না। মাঝে মাঝেই সরে যাচ্ছেন। নিউজিল্যান্ড বোলারদেরও বারোটা বেজে চলেছে। বল করতে গিয়ে বাতাসের তীব্র বেগে থেমে যেতে হয়েছে। এমন অবস্থাতেও দুর্দান্ত খেলল বাংলাদেশ দল। ওয়ানডে ও টি২০র ব্যাটিং ব্যর্থতা ভুলে গিয়ে টেস্টে এসে যেন নতুন করে শুরু করেছেন সব। আর তাতে করে বাংলাদেশ দলও প্রথমদিন শেষে ভাল অবস্থানও তৈরি করেছে। যদি আজ দ্বিতীয়দিন ছন্নছাড়া ব্যাটিং না হয়, তাহলে দ্বিতীয়দিনটিও বাংলাদেশেরই হতে পারে। আর তা হলেতো টেস্টে না হারার আশা জাগবে। খেলা সময়মতো শুরু হলেও বৃষ্টির বাধা দুইবার পড়েছে। ম্যাচ শুরুর ৫০ মিনিট পর প্রথমবার খেলা বন্ধ হয়। যা মধ্যাহ্ন বিরতিতেও অব্যাহত থাকে। আর শেষ সেশনে গিয়ে একবার বৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাই ৪০.২ ওভারের বেশি খেলা হয়নি। একদিনে ৯০ ওভার খেলা হয়। তাতে ৪৯.৪ ওভার খেলা হয়নি। যেটুকু খেলা হয়েছে, তাতে বাংলাদেশ ব্যাটসম্যানরা ধুমধাড়াক্কা ব্যাটিংই করেছেন। বিশেষ করে ওপেনার তামিম ইকবাল মারমুখী হয়ে খেলেন। ৫০ বলে ১১ চারে ৫৬ রান করে আউট হন তামিম। দলীয় ৬০ রানে তামিম আউট হওয়ার সময় ৪৪ রানে ইমরুল কায়েস সাজঘরে ফেরেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ দল ১টি উইকেটই হারায়। দ্বিতীয় সেশনে গিয়ে হারায় আরেকটি উইকেট। তৃতীয় সেশনে এমন মনে হচ্ছিল, আর কোন উইকেটই পড়বে না। মুমিনুল ও মাহমুদুল্লাহ রিয়াদ যে দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু শেষদিকে গিয়ে মাহমুদুল্লাহ (২৬) আউট হয়ে যান। দলের ১৪৫ রানে সাজঘরে ফেরার আগে অবশ্য মুমিনুলের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন। যা দলকে স্বস্তিতে রাখে। কিন্তু মাহমুদুল্লাহ আউট না হলে আরও বেশি স্বস্তি মিলত। এরপর মুমিনুল ও সাকিব মিলে দিনটি শেষ করেন। মুমিনুলতো টেস্ট খেলার সুযোগ পান না। আর পেলে ভাল করে দেখান। এখনও অপরাজিত আছেন। বাতাসের বেগকে পাত্তা না দিয়ে, নিজেকে সামলে নিয়ে ১১০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত আছেন মুমিনুল। আজ মুমিনুল ও সাকিবের ওপরই সব নির্ভর করছে। তার দুইজন যদি শুরুটা ভাল করে দেন, এরপর মুশফিক, সাব্বির, মেহেদী হোসেন মিরাজ মিলে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথমদিনই বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। দ্বিতীয়দিন যদি আরও ২০০ রান যোগ করা যায়, তাহলেতো দ্বিতীয়দিনটিও বাংলাদেশের হবে।
×