ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চায়নিজ লীগ হবে বিশ্বসেরা ॥ অস্কার

প্রকাশিত: ০৪:২৩, ১৩ জানুয়ারি ২০১৭

চায়নিজ লীগ হবে বিশ্বসেরা ॥ অস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলে অতীতের সব রেকর্ড উলট-পালট করে দিয়েছিলেন। ট্রান্সফারের ইতিহাসে আগের সব রেকর্ড ভেঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল তারকা অস্কার সর্বাধিক পারিশ্রমিকে চীনের ক্লাব সাংহাই এসআইপিজিতে যোগ দেন। অবশ্য পরবর্তীতে সাংহাই শিনহুয়া তারচেয়েও বেশি মূল্যে আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজকে নিয়ে নতুন রেকর্ড গড়ে এক সপ্তাহ পরই। ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসি ছেড়ে এখন চীনেই অবস্থান করছেন অস্কার। তিনি জানিয়েছেন চীনে আসা মানেই সবকিছু ছেড়ে দেয়া নয়। অস্কারের দাবি যেভাবে চীনের ক্লাবগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লীগের উন্নতি করতে তাতে করে অচিরেই বিশ্বের সেরা লীগ হবে চীনে। চীনের ক্লাবে যোগ দেয়ার পর থেকে তেমন কোন মন্তব্যই করেননি অস্কার। চুপচাপ ছিলেন। তবে বিশ্বব্যাপী তার এ বিষয়ে মতামত জানতে উন্মুখ ছিলেন সবাই। অবশেষে নতুন ঠিকানা সাংহাই এসআইপিজির হয়ে অনুশীলন শুরুর পর মুখ খুললেন এ ব্রাজিলিয়ান তারকা। ৬৩ মিলিয়ন মার্কিন ডলারে চেলসি ছেড়ে চীনা ক্লাবে যাওয়ার কারণে এমননিতেই সবার বাড়তি নজরে ছিলেন অস্কার। তিনি এ বিষয়ে বলেন, ‘আমি মনে করি না এটা আসলে কোনকিছু ছেড়ে দেয়া। আমার মনে হচ্ছে চীনে তারা আমার জন্য বিরাট এক কর্মশালা উন্মুক্ত করেছে। আরও ভাল খেলোয়াড় চীনে আসছেন। আমি মোটামুটি নিশ্চিত যে ভবিষ্যতে চাইনিজ লীগ হবে বিশ্বের অন্যতম বড় লীগগুলোর মধ্যে অন্যতম।’ কন্ডিশনিং ক্যাম্পে বর্তমানে কাতার অবস্থান করছে সাংহাই এসআইপিজিতে। সেখানেই অনুশীলন করছেন অস্কার। চাইনিজ সুপার লীগের দলগুলো মনে করছে সেরা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে ব্যাপক পরিবর্তন আনতে পারবে তারা। তেভেজ ছাড়াও যারা এসেছেন তাদের মধ্যে আছেন বেলজিয়ামের আন্তর্জাতিক ফুটবলার এক্সেল উইটসেল, চেলসির সাবেক ফুটবলার রিকার্ডো কারভালহো। কারভালহোও যোগ দিয়েছেন অস্কারের দলে। কয়েক সপ্তাহ ধরে অস্কারের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার বিষয়টিই ছিল আলোচনার শীর্ষে। কিন্তু অস্কারকেও সরিয়ে সবার ওপরে তেভেজ। অস্কারকে বার্ষিক ২০.৮ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে চাইনিজ সুপার লীগের আরেক ক্লাব সাংহাই এসআইপিজি। আর তেভেজকে চাইনিজ ক্লাব সাংহাই শিনহুয়া কিনেছে বার্ষিক ৩১.৯৮ মিলিয়ন পাউন্ড মূল্যে। কিন্তু তেভেজেরও আগে বিশ্বের দামি ও জনপ্রিয় ক্লাব ছেড়ে চীনে আসার শুরুটা করেছেন অস্কারই। চেলসি বর্তমানে চলমান প্রিমিয়ার লীগের শীর্ষস্থানে আছে বেশ বড় ব্যবধানে এগিয়ে থেকে। এরপরও স্ট্যামফোর্ড ব্রিজ থেকে অস্কারকে ছিনিয়ে নিয়ে বিশ্ব ফুটবলকে বড় ধরনের বার্তাই দিয়েছে চীন। তাদের সুপার লীগ যে অচিরেই শক্তিশালী এক অবস্থানে যাবে সেটারই গোড়াপত্তন করেছে তারা। অস্কার অবশ্য শিকার করেছেন আর্থিক বিষয়টা অনেক বড় একটা ভূমিকা রেখেছে তার ইংল্যান্ড ছাড়ার পেছনে। কিন্তু একই সঙ্গে দাবি করেছেন যে কোন ট্রান্সফারের ক্ষেত্রেই আর্থিক লেনদেনের বিষয়টা সবচেয়ে আগেই থাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। যদি আর্থিক কারণ না থাকত তাহলে আমি তো ব্রাজিল ছেড়েই আসতাম না। যখন কেউ ইউরোপে আসে তখন অর্থের জন্যই আসে, সেই সঙ্গে ভাল ক্লাবে খেলার সুযোগ পাওয়ার বিষয়টাও থাকে। সাংহাইয়ে তেমনই কোন বড় কর্মশালার ইঙ্গিত দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আমার ও পরিবারের জন্য ভাল হয়েছে। যারা এই ট্রান্সফারের সঙ্গে সংশ্লিষ্ট তাদের জন্যও ভাল হয়েছে।’ নতুন বছরেও শীর্ষে আর্জেন্টিনা ফিফা র‌্যাঙ্কিং, পাঁচ ধাপ অবনমন বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরেও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার সব শেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে লিওনেল মেসির দেশ। আগের মতোই দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষে থাকা তিনটি দলের রেটিং পয়েন্টেও কোন পরিবর্তন হয়নি। দল তিনটির রের্টিং পয়েন্ট যথাক্রমে ১৬৩৪, ১৫৪৪ ও ১৪৩৩। চতুর্থ থেকে দশম স্থানে থাকা দেশগুলো হলোÑ চিলি, বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন। র‌্যাঙ্কিংয়ে আরও পাঁচ ধাপ পিছিয়ে ১৯০তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। লাল-সবুজের দেশের রেটিং পয়েন্ট ৮১ থেকে কমে দাঁড়িয়েছে ৬৯।
×