ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ লীগ কাপ, সাউদাম্পটন লিভারপুল

ফাইনাল স্বপ্ন বিবর্ণ লিভারপুলের

প্রকাশিত: ০৪:২২, ১৩ জানুয়ারি ২০১৭

ফাইনাল স্বপ্ন বিবর্ণ লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ লীগ কাপের (ইএফএল কাপ) ফাইনালের খেলার স্বপ্ন বিবর্ণ হয়েছে লিভারপুলের। বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরেছে দ্য রেডসরা। এর ফলে টানা তিন ম্যাচ জয়হীন থাকল জার্গেন ক্লপের দল। বিজয়ী সাউদাম্পটনের হয়ে জয়সূচক গোলটি করেন নাথান রেডমন্ড। ফাইনালে খেলতে হলে নিজেদের মাঠ এ্যানফিল্ডে আগামী ২৫ জানুয়ারি কঠিন পরীক্ষা দিতে হবে গতবারের রানার্সআপ লিভারপুলকে। তবে দলটির কোচ ক্লপ ঠিকই আশাবাদী ঘরের মাঠে জয় নিয়ে ফাইনালে খেলতে। সেন্ট ম্যারি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচটি ছিল ম্যাড়ম্যাড়ে। তবে লিভারপুলের কোচ দল সাজান নিয়ে অনেকেই অবাক হয়েছেন। তিনি দলকে খেলান ৩-৫-২ ফর্মেশনে। এ কারণেই লিভারপুলকে হারতে হয়েছে এমন অভিযোগ সমর্থকদের। তবে এসবে পাত্তা দিচ্ছেন না ক্লপ। ম্যাচের ২০ মিনিটে স্বাগতিক সাউদাম্পটনের হয়ে জয়সূচক গোল করেন রেডমন্ড। বাকি সময় প্রাণান্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। এই জয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয় দেখল সাউদাম্পটন। সাউদাম্পটনের কাছে হারের আগের দুই ম্যাচও জয় দেখেনি দ্য রেডসরা। গত সপ্তাহে প্রিমিয়ার লীগে ২-২ গোলে ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। এরপর চতুর্থ সারির দল প্লাইমাউথের সঙ্গে এফএ কাপের তৃতীয় রাউন্ডে গোলশূন্য ড্র করে লিভারপুল। এবার সাউদাম্পটনের কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। হারলেও নিজের ছক নিয়ে সাফাই গেয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, এটি শুধু নতুন সিস্টেম। আমি চেয়েছি নতুন এই ফর্মেশনে দল কেমন করে সেটা দেখতে। দুইজন উইঙ্গার, দুইজন স্ট্রাইকার, দ্যাটস অল। হারলেও দল নিয়ে আশাবাদী সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ। বলেন, এটা ঠিক যে এই পারফর্মেন্স প্রত্যাশিত নয়। কিন্তু এটাই শেষ হয়, এখনও আমাদের ফাইনাল খেলার ভাল সুযোগ আছে। আসরের ফাইনাল হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। সেখানে যেতে হলে পরের লেগে শুধু জিতলেই চলবে না, ব্যবধানটাও বাড়াতে হবে লিভারপুলের। এ প্রসঙ্গে ক্লপ বলেন, আমরা ওয়েম্বলিতে খেলার লক্ষ্য নিয়েই পরের লেগ খেলব। এই হার অবশ্যই প্রত্যাশিত না। কিন্তু এতে করে সব শেষও হয়ে যায়নি। অন্যদিকে সাউদাম্পটনও স্বপ্ন বুনছে ফাইনালে খেলার। ১৯৭৯ সালের পর লীগ কাপের ফাইনালের হাতছানি তাদের। দলটির কোচ ক্লাউডে পুয়েল বলেন, এটা আমাদের জন্য দারুণ এক পারফর্মেন্স। ছেলেরা অসাধারণ খেলেছে। এটা ঠিক যে ব্যবধানটা বড় নয়, কিন্তু জয়টা গুরুত্বপূর্ণ। ফরাসী এই কোচ দ্বিতীয় লেগে লিভারপুলকে রুখে দিয়ে ফাইনালে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার জোড়া গোলে ফরাসী কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে মেটজকে ২-০ গোলে হারিয়েছে উনাই এমেরির শিষ্যরা। লীগে খুঁড়িয়ে শুরু করার পর লরিয়েন্সের বিরুদ্ধে ৫-০ গোলের জয় ও গত সপ্তাহে বাস্টিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করার মধ্যদিয়ে কোচের চাপ কাটিয়েছিল এ্যাঞ্জেল ডি মারিয়া-এডিনসন কাভানিরা। ফরাসী কাপেও তারা আরেকটি দাপুটে পারফর্মেন্স উপহার দিয়েছেন। একইদিন কোপা ইতালিয়ার রাউন্ড অব সিক্সটিনে জয় তুলে নিয়ে টানা তৃতীয় শিরোপার পথে আরেকটু এগিয়ে গেছে জুভেন্টাস। পাওলো ডিবালা, মারিও মানদুকিচ ও মিরালেম পিজিনিকের গোলে তুরিনোর ওল্ড লেডিরা আটলান্টাকে ৩-২ গোলে হারিয়েছে।
×