ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলারা ৮৬ রানে জয়ী

হার দিয়ে সিরিজ শুরু রুমানাদের

প্রকাশিত: ০৪:২২, ১৩ জানুয়ারি ২০১৭

হার দিয়ে সিরিজ শুরু রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন উইমেন্স ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে হার দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে ৮৬ রানে প্রথম ওয়ানডেতে হেরেছে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়েও পড়েছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা। সিরিজের প্রতিটি ম্যাচ হবে একই স্টেডিয়ামে। প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং করার সুযোগটি পেয়ে বিশাল স্কোর গড়ে সফরকারীরা। ওপেনার লিজে লি’র ৮৭ রানের ইনিংসের সঙ্গে এন্ড্রি স্টেইনের ৬৮ ও মিগনন ডু প্রিজের অপরাজিত ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা। সালমা খাতুন দুই উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হতেই বোঝা যায়, বাংলাদেশের বারোটা বাজতে যাচ্ছে। তাই হয়েছে। ৫০ ওভার ঠিকই খেলেছে বাংলাদেশ। উইকেটও ৬টির বেশি হারায়নি। তবে ১৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানা শুধু অর্ধশতক করতে পারেন। অপরাজিত ৫৯ রান করেন। সুন লুস ৩ উইকেট নেন। প্রোটিয়া দলের দুই ওপেনারই আসলে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন। লি ও স্টেইন মিলেই ১২২ রানের জুটি গড়ে ফেলেন। বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান। বাংলাদেশ দল সেখানেই পিছিয়ে পড়ে। এরপর দ্বিতীয় উইকেটেও যখন স্টেইন ও প্রিজ মিলে ৭৯ রানের জুটি গড়েন, দলের স্কোর ২০০ রানে পৌঁছায়। কত সাবলীল ব্যাটিং করেছেন লি, স্টেইন ও প্রিজ। অথচ বাংলাদেশ ব্যাটসম্যানরা ১০০ রানের কোন জুটিই গড়তে পারেননি। দুটি বড় জুটি হয়েছে। সেটিও অর্ধশত জুটিতেই আটকে গেছে। পঞ্চম উইকেটে রুমানা আহমেদ ও নিগার সুলতানা ৫২ ও সপ্তম উইকেটে জাহানারা আলম ও নিগার মিলে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েন। এছাড়া আর কোন বড় জুটি হয়নি। তাতে পার্থক্যই গড়ে গেছে। দক্ষিণ আফ্রিকা নারী দল জিতে সিরিজে এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শনিবার। এরপর ১৬, ১৮ ও ২০ জানুয়ারি যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরআগে দুই দলের মধ্যকার ৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সালে তিনটি ও ২০১৩ সালে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সালে দুই দলের মধ্যকার হওয়া প্রথম ম্যাচটিতে জিতেছিল বাংলাদেশ। এরপর টানা সবকটি ম্যাচই হারে। এ সিরিজটি দুই দলের জন্যই বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নেয়ার সিরিজ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এবার তাই দুই দলের শক্তিমত্তা বোঝা যাওয়ার সিরিজও এটি। তাতে বাংলাদেশ শুরুতেই পিছিয়ে পড়ল। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ২৫১/৩; ৫০ ওভার (লি ৮৭, স্টেইন ৬৮, প্রিজ ৬২*, ক্যাপ ২০*; সালমা ২/৩০)। বাংলাদেশ ইনিংস ১৬৫/৬; ৫০ ওভার (নিগার ৫৯*, রুমানা ৩৭, জাহানারা ১৫*; লুস ৩/৫২)। ফল ॥ বাংলাদেশ ৮৬ রানে পরাজিত। ম্যাচসেরা ॥ লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)।
×