ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি আজ

বাজে রেকর্ডের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের

প্রকাশিত: ০৪:২১, ১৩ জানুয়ারি ২০১৭

বাজে রেকর্ডের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের শিকার হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিন্দুমাত্র প্রতিরোধ দেখা যায়নি তাদের মধ্যে। হেরেছে খুব বাজেভাবে। অস্ট্রেলিয়ার মাটিতে টানা পরাজয়ের রেকর্ডটা দীর্ঘদিনের। ১১ বছর পেরিয়ে গেছে অস্ট্রেলিয়ার মাটিতে কোন ফরমেটেই ম্যাচ জিততে পারেননি পাকরা। এরপরও ভয়ানক দুর্দশার টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে লড়াইয়ের সামনে সফরকারী দল। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে আজ। ওয়ানডে সিরিজে ভাল কিছু করতে হলে তাই নিজেদের রেকর্ডের বিরুদ্ধেই লড়তে হবে পাকিস্তানকে। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন বিপর্যস্ত পাকরা। এ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১২ টেস্ট হারল তারা। অবশ্য ওয়ানডে সিরিজ শুরুর আগে একেবারে আনকোরা একটি অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ১৯৬ রানের বড় জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেটাই এখন ওয়ানডে সিরিজের অনুপ্রেরণা হতে পারে আজহার আলীর দলের। কিন্তু সব ফরমেট মিলিয়ে ২০০৫ সালে সর্বশেষ জয়টা পেয়েছিল পাকিস্তান। ব্রিসবেনেই সেই ওয়ানডে ম্যাচটা জিতেছিল পাকিস্তান। তারপর টানা ১৫ ম্যাচ হেরেছে তারা। এর মধ্যে ওয়ানডেই আছে ৮টি। আবার সেই ব্রিসবেনেই অবশ্য ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নামবে পাকিস্তান। এবার ব্রিসবেনেই সফর শুরু করেছিল সফরকারীরা। ওই টেস্টে বেশ লড়াইও করেছিল। মাত্র ৩৯ রানে হেরে যায় শেষ পর্যন্ত। তবে টেস্ট সিরিজের আগেও জয় দিয়ে শুরু হয়েছিল পাকদের অভিযান। কিন্তু সেটার ছিঁটেফোঁটা দেখা যায়নি টেস্ট সিরিজে। তাই ভেন্যু ব্রিসবেন হলেও খুব বেশি আশার কিছু নেই পাকদের জন্য। কারণ কিছুদিন আগেই নিজেদের চিরশত্রু নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অসিরা। ওই সময় দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ভয়াবহ দুর্দশা গেছে স্বাগতিকদের। কিন্তু সেটার ছাপ পড়েনি ওয়ানডে সিরিজে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও ওয়ানডে ক্রিকেটে এখনও এক নম্বর দল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখানে পাকিস্তানের অবস্থান আটে। টেস্ট ক্রিকেটে গত দুই বছর দুর্দান্ত কাটালেও ওয়ানডে ক্রিকেটে একেবারে দুর্দশাগ্রস্ত পাকরা। এ কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ঝুঁকিতেও আছে তারা। এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দল সরাসরি পরবর্তী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাকিদের বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকেট পেতে হবে। সেই বাছাই পর্বটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। এ কারণে ৩০ সেপ্টেম্বরের আগ পর্যন্ত খেলা সবগুলো ওয়ানডে এ কারণে এখন অতীব গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটি আরও দুর্বলতর হয়ে পড়া স্কোয়াড নিয়েই মুখোমুখি হতে যাচ্ছে পাকরা। পারিবারিক সমস্যার কারণে ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ এবং পেসার মোহাম্মদ ইরফান ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন। উমর আকমল দুই বছর পর আবার খেলতে নামবেন আজ। অবশ্য অস্ট্রেলিয়ার দলটিও থাকছে প্রায় নতুন চেহারায়। দীর্ঘদেহী ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্রিস লিন আছেন স্কোয়াডে। উভয়েরই আজ অভিষেক হতে পারে। আর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং সঙ্গী হিসেবে থাকছেন ট্রাভিস হেড। জর্জ বেইলি ও এ্যারন ফিঞ্চ বাদ পড়েছেন। ২০১২ সালে জুনের পর এই প্রথম বেইলি কিংবা ফিঞ্চ ছাড়া কোন ওয়ানডে খেলবে অসিরা। এছাড়া পেসার জশ হ্যাজলউডকে বিশ্রাম দেয়া হয়েছে টানা খেলার পরিশ্রমের জন্য। অবশ্য সর্বশেষ ৫ ওয়ানডের মধ্যে চারটিই জিতেছে পাকরা, সর্বশেষটি হেরেছে। আর অস্ট্রেলিয়া টানা তিন জয়ের পর হেরেছে দুটি। গ্যাবায় ব্যাটসম্যানদের জন্য স্বর্গ গড়া হয়েছে। সর্বশেষ দুটি ওয়ানডেতেই এখানে ৩ শতাধিক রান তাড়া করে জিতেছে পরে ব্যাটিং করা দলটি। তবে বোলাররা বেশ ভাল সুইং পাবে। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার নেতৃত্বে বহাল রাখা হয়েছে স্টিভেন স্মিথকে। লেগস্পিনার এডাম জামপা ও টপঅর্ডার উসমান খাজা নেই দলে। সর্বশেষ ২০বার পরস্পরের মোকাবেলায় অস্ট্রেলিয়া ১৬ বারই পাকিস্তানকে হারিয়েছে। এবার ঘরের মাটিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকদের জন্য তাই কঠিন চ্যালেঞ্জ থাকবে। লাসিথ মালিঙ্গার দুঃসময় স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ ও ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ ইনজুরি থেকে ফিরে এই সিরিজে খেলার কথা ছিল ডানহাতি এই তারকা পেসারের। তবে হঠাৎই ডেঙ্গু ভাইরাসের কারণে তা আর হচ্ছে না। এমনটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। গত বছর টি২০ বিশ্বকাপ ও আইপিএল থেকে হাড়ের সমস্যার কারণে নিজেকে প্রত্যাহার করে নেন মালিঙ্গা। তবে গত সেপ্টেম্বরই নেট বোলিংয়ে ফেরেন। আর নিজেকে ফিট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যান। কিন্তু বড়দিন থেকেই আবার অসুস্থ হতে থাকেন মালিঙ্গা। তাই এই সিরিজে নাম থাকলেও শেষ পর্যন্ত ছিটকে যান। দক্ষিণ আফ্রিকা সফর শেষে এই দলটিই আগামী ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ খেলবে। সেই দলে ফিরতে পারেন এই ইয়র্কার মাস্টার।
×