ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘এমএসএন’ জাদুতে শেষ আটে বার্সিলোনা

প্রকাশিত: ০৪:২১, ১৩ জানুয়ারি ২০১৭

‘এমএসএন’ জাদুতে শেষ আটে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন থেকেই জ্বলে উঠতে পারছিলেন না তারা। অবশেষে একসঙ্গে জ্বলে উঠলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের অগ্নিপরীক্ষার ম্যাচে আবারও স্বরূপে দেখা গেছে তাদের। তাতেই অনিশ্চয়তা কাটিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বার্সিলোনা। বুধবার রাতে আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে বার্সা ৩-১ গোলে হারিয়েছে এ্যাথলেটিক বিলবাওকে। ঘরের মাঠ ন্যুক্যাম্পে কাতালানদের হয়ে একটি করে গোল করেন মেসি, নেইমার ও সুয়ারেজ। এর আগে বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরে এসেছিল বার্সা। ফিরতি লেগে তাই জয়ের বিকল্প ছিল না লুইস এনরিকের দলের। ছন্দময় ফুটবল খেলে প্রত্যাশিত জয়ই কুড়িয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে বার্সার জয় ৪-৩ গোলে। ম্যাচে বার্সার হয়ে গোলের সেঞ্চুরি করেন সুয়ারেজ। গৌরবময় মাইলফলক স্পর্শ করতে সুয়ারেজ খেলেছেন মাত্র ১২০ ম্যাচ। আগের ম্যাচে হেরে যাওয়ায় বার্সার জন্য এটি ডু অর ডাই ম্যাচ ছিল। নিজেদের মাঠে শুরুটাও দারুণ করেন মেসি-নেইমাররা। শুরুতেই বিলবাওয়ের গোলমুখে বেশ কয়েকবার আক্রমণ করেন বার্সার তারকারা। তবে তাতে খুব একটা সুবিধা হচ্ছিল না। ২৭ মিনিটে সুয়ারেজ গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। টিভি রিপ্লেতে দেখা যায়, অনসাইডেই ছিলেন এই উরুগুয়ে তারকা। তবে ৩৫ মিনিটে আর রক্ষা পায়নি অতিথিরা। মাঝ মাঠ থেকে নেইমারের উদ্দেশে বল বাড়ান মেসি। আর মেসি সেটা দেন সুয়ারেজকে। এমএসএন ত্রয়ীর দারুণ বোঝাপড়ায় শততম গোল করেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৪৮ মিনিটে বিলবাওয়ের ডিফেন্ডার বোভেডা নেইমারকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অনেকদিন ধরে গোলখরায় থাকা ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি থেকে গোল করেন। মিনিট দুয়েক পরেই অবশ্য গোল করে বিলবাও। ইনরিক সাবোরিটের গোলে কোনমতে খেলায় টিকে থাকে সফরকারীরা। এই অবস্থায় দুই লেগ মিলিয়ে সমতা বিরাজ করছিল ৩-৩ গোলে। ম্যাচ শেষ হলে খেলা গড়াত অতিরিক্ত সময়ে। কিন্তু সেটা হতে দেননি মহাতারকা মেসি। ৭৮ মিনিটে দারুণ এক ফ্রিকিকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এ নিয়ে টানা তিন ম্যাচে ফ্রিকিক থেকে গোল করলেন মেসি। এই গোলেই শেষ আট নিশ্চিত হয়ে যায় বার্সার। ম্যাচে বার্সার জার্সিতে সুয়ারেজের শততম গোলের পাশাপাশি ‘এমএসএন’ ত্রয়ী পূর্ণ করেছে গোলের ট্রিপল সেঞ্চুরি। সুয়ারেজের শততম গোলের মাইলফলক স্পর্শ করা গোলটিই আবার ‘এমএসএন’ ত্রয়ীকে ৩০০তম গোলে পৌঁছে দেয়। ২০১৪-১৫ মৌসুমে সুয়ারেজ বার্সায় যোগ দেয়ার পর আড়াই বছরেই ৩০০ গোল করে ফেলেছেন এই তিন ফরোয়ার্ড। প্রায় তিনমাস পর একসঙ্গে স্কোরশিটে নাম লিখিয়েছেন মেসি, নেইমার ও সুয়ারেজ। গত ১৭ সেপ্টেম্বর লা লিগায় লেগানেসের মাঠে সর্বশেষ তিনজন একসঙ্গে গোল পেয়েছিলেন। এই ম্যাচের পর এমএসএন ত্রয়ীর গোলসংখ্যা বর্তমানে ৩০২টি। সুয়ারেজের সেঞ্চুরির অনেক আগেই মেসি পার করেছেন নিজের সেঞ্চুরি (১২৫)। এ দু’জনের তুলনায় কিছুটা পিছিয়ে থাকা নেইমারের গোলসংখ্যা ৭৭। ম্যাচ শেষে সতীর্থ মেসিকে আরেকবার বিশ্বসেরা হিসেবে অভিহিত করেন সুয়ারেজ। উরুগুইয়ান তারকা বলেন, মেসির মধ্যে বিশেষ কিছু আছে। সে বিশ্বসেরা এবং প্রতিম্যাচে এটা দেখা যায়। চমৎকার কিছু দিয়ে সে সবসময় আমাদের বিস্মিত করে। স্বস্তির জয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে ছুটছে লুইস এনরিকের দল। সুয়ারেজেরও মনে হচ্ছে সঠিক পথে আছে বার্সিলোনা। তিনি বলেন, এই জয় অনেক কিছু বদলে দিয়েছে। এটা আমরা চেয়েছিলাম, এটারই দরকার ছিল। আমরা বরাবরের মতো নিশ্চিত ছিলাম যে, আমরা ভালভাবে কাজ করছি এবং ফল আসবে। ম্যাচে বার্সার হয়ে নিজের শততম গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। ২০১৪ সাল থেকে একসঙ্গে খেলা শুরু করার পর মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী ছুঁয়েছেন ৩০০ গোলের মাইলফলক। সুয়ারেজ অবশ্য নিজের গোলের চেয়ে দলের জয়টাকে গুরুত্ব দিচ্ছেন বেশি। বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে গোলটি আমি করেছি, সেটি বার্সিলোনাকে এগিয়ে নিয়েছে। আমি এটিই চেয়েছিলাম।
×