ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যরকম

প্রকাশিত: ০৪:২০, ১৩ জানুয়ারি ২০১৭

অন্যরকম

‘কৃষাঙ্গদের টিপস দেব না’ রেস্তরাঁয় খেতে গিয়ে কর্তৃপক্ষের আতিথেয়তায় মুগ্ধ হলেও কেবল গায়ের রঙের জন্য ওয়েট্রেসকে বকশিশ দেননি এক দম্পতি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ‘অনিতাস নিউ মেক্সিকো স্টাইল ক্যাফে’ রেস্তরাঁয় কেলি কার্টার নামে ওই ওয়েট্রেসের সঙ্গে সম্প্রতি এই ঘটনা ঘটে। মধ্যবয়সী শ্বেতাঙ্গ দম্পতি ওই ক্যাফেতে খাওয়ার পর বিলের পাশে একটি চিরকুটে বর্ণবিদ্বেষমূলক কথা লিখে রেখে যান। ওই চিরকুটে তারা লিখেছিলেন, রেস্তরাঁর আতিথেয়তা খুবই ভাল। কিন্তু কোন কৃষ্ণাঙ্গকে টিপস দিই না। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। রেস্তরাঁ কর্তৃপক্ষ বলেছে, এমন আচরণ দুর্ভাগ্যজনক। রেস্তরাঁর দৈনন্দিন গ্রাহকরা কেলির পাশে দাঁড়িয়েছেন। তারা কেলিকে জড়িয়ে ধরার পাশাপাশি টিপসও বেশি করে দিচ্ছেন। -সংবাদ প্রতিদিন গান গেয়ে যুদ্ধ ঘোষণা... ব্রাজিলে সস্প্রতি কারাগারের ভেতর দাঙ্গা উস্কে দেয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে যে, এক অপরাধী গ্রুপ ফ্যামিলিয়াদো নর্তে গানের মাধ্যমে তাদের প্রতিপক্ষ গ্রুপ ফার্স্ট ক্যাপিটালকে হুমকি দিয়ে যুদ্ধের ঘোষণা দেয়। ওই দাঙ্গায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, নর্তে গ্যাংয়ের সদস্যরাই কারাগারে দাঙ্গার সূত্রপাত করে। ব্রাজিলে মাদক পাচার রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘাত চলমান। তবে ২০১৬ সালে তা তীব্র রূপ নেয় যখন উত্তরাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করে ফার্স্ট ক্যাপিটাল গ্রুপ। এবারই প্রথম নয়, গানের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী গ্রুপকে নর্তে গ্যাং ২০১৫ সালেও হুমকি দিয়েছিল। -বিবিসি
×