ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদির প্রচার শূন্যগর্ভ, বিপর্যয় এখনও বাকি ॥ মনমোহন

প্রকাশিত: ০৪:১৯, ১৩ জানুয়ারি ২০১৭

মোদির প্রচার শূন্যগর্ভ, বিপর্যয় এখনও বাকি ॥ মনমোহন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিলের জেরে দেশটির প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বড় বিপর্যয় এখনও আসা বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমুদ্রাকরণ সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, পরিস্থিতি ভাল হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর প্রচার শূন্যগর্ভ। খবর এনডিটিভি ও আজকালের। রাজধানী নয়াদিল্লীতে বুধবার কংগ্রেসের ‘জনবেদনা সম্মেলন’এ মোদিকে আক্রমণ করে মনমোহন বলেন, মোদি ভারতীয় অর্থনীতিকে পাল্টাবার কথা বলেন প্রায়ই, কিন্তু তিনি নিজেই জানেন না, যে এবার খারাপের দিকে এগোনো সবে শুরু হয়েছে মাত্র। আর্থিক উন্নয়ন বলে সরকার যা বোঝাতে চাইছে তা আসলে মিথ্যা। অনুষ্ঠানে প্রবীণ এই কংগ্রেস নেতা জানান, গত কয়েক মাসে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর অবস্থায় চলে গেছে। অনেকের মতে, দেশের জিডিপি ৬ দশমিক ৩ শতাংশে গিয়ে ঠেকতে চলেছে। এর থেকেই বোঝা যায় কী ধরনের সমস্যায় পড়তে চলেছে দেশ। এদিকে নোট বাতিল হওয়াতে আর্থিক উন্নয়ন নির্দিষ্ট আর্থিকবর্ষে ৭ দশমিক ১ শতাংশ হবে বলে কিছুদিন আগেই দাবি করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। তবে বিশ্বব্যাংকও জানিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। হ্যাকিংয়ে পুতিন জড়িত, এটা চমৎকার অনুমান ॥ টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত রেক্স টিলারসন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হ্যাকিংয়ের পেছনে ছিলেনÑ এটা এক চমৎকার অনুমান। খবর বিবিসি অনলাইনের। এক্সোন মবিলের সাবেক সিইও সিনেটে শুনানিতে বলেন, নির্বাচন হস্তক্ষেপে রুশ হ্যাকিংয়ের ওপর গোয়েন্দা রিপোর্ট অস্বস্তি সৃষ্টি করছে। সিনেটর মার্কো রুবিও সাইবার প্রটোকল লঙ্ঘনে পুতিনের ভূমিকা স্বীকার করার জন্য টিলারসনের ওপর চাপ প্রয়োগ করলে তিনি ওই মন্তব্য করেন। পুতিনের সঙ্গে টিলারসনের সুসম্পর্ক রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের কেউ কেউ শঙ্কাবোধ করছেন। ৬৪ বছর বয়স্ক এ সাবেক কর্পোরেট টাইকুন বুধবার সিনেটের কঠিন প্রশ্নের সম্মুখীন হন। সুষমার ভিসা হুঁশিয়ারি! অনলাইন পণ্য বিক্রেতা এ্যামাজনের কানাডীয় ওয়েবসাইটে ভারতের পতাকার আদলে তৈরি একটি ডোরম্যাট বা পা মোছার কাপড়কে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি টুইটারে লিখেছেন, এ্যামাজনের উচিত শর্তহীন ক্ষমা প্রার্থনা করা এবং অপমান সূচক পণ্যটি সরিয়ে ফেলা। -এনডিটিভি বিপন্ন তালিকায় মৌমাছি আমেরিকা মহাদেশে পাওয়া মৌমাছিকে প্রথমবারের মতো বিপন্ন প্রজাতির তালিকায় উঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ফিস এ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস বুধবার জানিয়েছে, মরিচা রঙের ডোরাকাটা ভ্রমরের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া তারা এই পদক্ষেপ নিয়েছে। কীটনাশক, রোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছির সংখ্যা ১৯৯০’র দশক থেকে ৮৭ শতাংশ কমে গেছে। -এএফপি
×