ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ১৩ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

চোরাই ট্রাক উদ্ধার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ত্রিশ লাখ টাকা মূল্যের ট্রাক চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার রাতে উদ্ধার করে প্রমাণ করা হয়েছে পুলিশের কাছে কোন কাজই অসম্ভব নয়। মঙ্গলবার রাত ১২ টায় বড়াইগ্রাম উপজেলার কাজল স্বর্ণা ফিলিং স্টেশন থেকে মোশারফ হোসেনের ট্রাকটি চুরি হয়। চুরির পর বড়াইগ্রাম থানায় অভিযোগ দাখিলের পর ওয়্যারলেস বার্তায় সকল থানা পুলিশকে ট্রাক চুরির বিষয়টি অবহিত করা হয়। অবহিত হওয়ার পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীরসহ অন্যান্য অফিসারকে ট্রাক উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর এসআই আলমগীর পাকশী টোল প্লাজা এলাকায় প্রত্যেকটি যানবাহনের প্রতি নজরদারি রাখেন। বুধবার রাতে চোররা ট্রাকটি নিয়ে দ্রুত গতিতে টোল না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এলেও চালক ও চোররা পালিয়ে যেতে সক্ষম হয়। অপহৃত কলেজছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জানুয়ারি ॥ অপহরণকৃত গাইবান্ধা সরকারী কলেজের ইংরেজী বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হক অপহরণের ১১ দিন পর বুধবার রাতে তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাট-লক্ষ্মীপুরসংলগ্ন এলাকার ডাঃ রশিদের বাড়ি থেকে বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ১ জানুয়ারি গাইবান্ধা সরকারী কলেজের ইংরেজী বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হক কলেজে যাওয়ার পথে অপহৃত হন। সুমাইয়া হক ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের শামসুল হকের মেয়ে। ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ জানুয়ারি ॥ পাকুন্দিয়ায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে আরমান (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার হোসেন্দী মধ্যপাড়া গ্রামের মস্তুফা মিয়ার ছেলে আরমান সকালে বাড়ি হতে বিদ্যালয়ে যায়। পরে সকাল ১০টায় সে এ্যাসেম্বলিতে উপস্থিত না হয়ে বিদ্যালয়ের দু’তলায় উঠে লুকানোর সময় অসাবধানতায় রেলিং থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৫১ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আরএমপি বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ৫১ জনকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আরএমপি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের আটক করে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১৭, রাজপাড়া থানায় ১৬, মতিহার থানায় ৯, শাহ মখদুম থানায় ৮ ও ডিবি পুলিশ এক জনকে আটক করে। এদের মধ্যে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ মাদক বিক্রেতা ও অন্যান্য অপরাধে ২৮ জনকে আটক করা হয়েছে। অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ উপজেলার এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে হাসানুর রহমান ওরফে হাসানুজ্জামান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন ও আব্দুর রাজ্জাক (৩২) নামে অপর একজনের ১৪ বছর সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। হাসানুজ্জামান ওই উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের এবং আব্দুর রাজ্জাক সাদুল্যাপুর উপজেলার পশ্চিম কেশালীডাঙ্গা গ্রামের খয়রাত হোসেনের ছেলে। গাইবান্ধা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক রতেœশ্বর ভট্টাচার্য বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ অক্টোবর হাসানুর রহমান তার সহযোগী আব্দুর রাজ্জাকসহ ওই কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে রেখে তাকে ধর্ষণ করে। কেরানীগঞ্জে ৫ ইটভাঁটিকে ৫ লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ জানুয়ারি ॥ পরিবেশ ছাড়পত্র না থাকায় কেরানীগঞ্জের ৫টি ইটভাঁটির মালিককে এক লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলী রহমান তিন্নী। সাজাপ্রাপ্তরা হলেন, ভাই ভাই ব্রিকসের মালিক হাজী আমজাদ হোসেন, একে ট্রেডার্সের মালিক নাসিম আহমেদ, সুলতান ব্রিকসের মালিক সুলতান, গিয়াসউদ্দিন ব্রিকসের মালিক গিয়াসউদ্দিন ও এন বি এম ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন। ড্রেনে নবজাতকের লাশ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর একটি ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে সদ্য ভূমিষ্ঠ ওই নবজাতকের লাশ হাসপাতালের সামনের সড়কের পাশের ড্রেনে পড়েছিল। পথচারীরা সেটি দেখে পুলিশে খবর দেন। কৃষককে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা ॥ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ জানুয়ারি ॥ কৃষককে জিম্মি করে দু’লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগে অস্ত্র ও তাজা গুলিসহ চারজন সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর থেকে সদর উপজেলার গোপিনাথপুরসহ জেলার বিভিন্ন স্থানে আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদিন রাত ১০ টার দিকে পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে কৃষক আবদুস সাত্তার তারই সৎ ভাই জয়নালের কাছে আড়াই লাখ টাকা মূল্যে ৩(তিন) শতক সম্পত্তি বিক্রি করেন। এরপর থেকে প্রায় সময় স্থানীয় সন্ত্রাসী এবং বাহিনীর প্রধান জসিম ও তার সহযোগীরা জমি বিক্রির ওই টাকা তাদের দেয়ার জন্য কৃষককে চাপ সৃষ্টি করে। এতে ব্যর্থ হয়ে জসিম ও তার বাহিনীর সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে হুমকিধমকি দিয়ে আসছে। এক পর্যায়ে বুধবার সকাল ৯ টার দিকে জসিমসহ তার সহযোগীরা দাবিকৃত টাকার জন্য কৃষক সাত্তারকে অস্ত্রের মুখে তার ঘরেই জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা না পেয়ে জোরপূর্বক এক লাখ টাকা করে এনসিসি ব্যাংকের আলাদাভাবে দু’টি চেক আদায় করে নেয়। পরে কৃষক সাত্তারকে তার ঘরেই তালা মেরে অবরুদ্ধ করে সন্ত্রাসীরা ব্যাংকে টাকা উত্তোলনে যায়। এরই মধ্যে সাত্তারের এক নিকটতম আত্মীয়ের মাধ্যমে ঘটনার টের পেয়ে গোয়েন্দা পুলিশ দুপুরের দিকে ব্যাংকে অভিযান চালিয়ে ফারহান উদ্দিন সিফাত (২০) নামের এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে। ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত অর্ধশত নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১২ জানুয়ারি ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরবের ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষে ৩০টি বসতঘর ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হুমায়ুন গ্রুপের কবির ও পারভেজ গুলিবিদ্ধ হয়। এছাড়া জমির, জাহের, খোকন, আমির, সাগর, সলিম উদ্দিন, ইসমাইল, আক্তার, রমজান, জুয়েল, মিষ্টু, হারিছ আহত হয়। অপরদিকে জয়নাল গ্রুপের আরমানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামাশ্বশুরের ছুরিকাঘাতে জামাই নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে মামাশ^শুরের ছুরিকাঘাতে জামাই নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিরোইল শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল ইসলাম লাবলু (১৯)। লাবলু নগরীর বালিয়াপুকুর এলাকার আব্দুল আলিমের ছেলে। স্থানীয়রা জানান, সাধুর মোড়ের বাশার রোড এলাকার তাজলতা নামের এক মেয়ের সঙ্গে লাবলুর প্রেম ছিল। সম্পের্কের জের ধরে তাজলতাকে লাবলু ছয় মাস আগে বিয়ে করে। তবে মেয়ে পক্ষের লোকজন কোনভাবেই লাবলুকে মেনে নেয়নি। প্রায় সময় তারা লাবলুকে মারপিট করার হুমকিও দিত। বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোইল শান্তিনগর এলাকায় লাবলুকে একা পেয়ে মামাশ^শুর চঞ্চল উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে লাবলু গুরুতর আহত হয়। নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নীলফামারীর বড় মাঠে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭। এ উপলক্ষে সকলকে অবহিত করার জন্য বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে জানানো হয়, এক্সেস টু ইনফর্মেশন (এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার বেলা ১১টায় উদ্বোধন করবেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। ১৪ দিন পরেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রীর নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১২ জানুয়ারি ॥ কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় ১৪ দিনেও সন্ধান মেলেনি রাবেয়া আক্তার লিজা (১৮) নামের এক কলেজছাত্রীর। সে মাদারীপুর সরকারী নাজিমুদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। জানা গেছে, উপজেলার বিনতীলক গ্রামের মনিরুজ্জামান আশ্রাফ আলী খানের কলেজ পড়ুয়া মেয়ে রাবেয়া আক্তার লিজা গত ৩০ ডিসেম্বর সকালে কলেজ হোস্টেল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২০ হাজার ইয়াবা উদ্ধার ॥ আটক ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের চন্দনাইশে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, প্রাডো গাড়িটি কক্সবাজার থেকে আসছিল। এতে মাদকদ্রব্য রয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ চুনতি এলাকায় গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে। গাড়ির পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবা ট্যাবলেটগুলো। এ ঘটনায় আটক করা হয়েছে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আটক মোশাররফের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।
×