ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভৈরবে টাকা নিয়ে তিন মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ০৪:০২, ১৩ জানুয়ারি ২০১৭

ভৈরবে টাকা নিয়ে তিন মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১২ জানুয়ারি ॥ ভৈরবের কালিকাপ্রাসাদ এলাকার ইয়াবা বিক্রেতা মাইগ্যা সিরাজ ও তার দুই সহযোগীকে এক লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে ভৈরব থানার এসআই আশরাফুল ইসলাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এসআই এক লাখ ৩৫ হাজার টাকার কথা স্বীকার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গেল মঙ্গলবার রাতে ভৈরব থানার এসআই আশরাফুল ইসলাম পুলিশের কথিত সোর্স কাসেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কালিকাপ্রাসাদ এলাকার বাসস্ট্যান্ডে মাইগ্যা সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে মাইগ্যা সিরাজসহ তার দুই সহযোগীকে আটক করে পুলিশের পিকআপভ্যানে তোলে। পরে সহযোগী দুজনকে ২০ হাজার টাকার বিনিময়ে গাজীরটেক ছেড়ে দেয়। আর মাইগ্যা সিরাজকে নগদ এক লাখ টাকার বিনিময়ে থানা হাজতে রাখার তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে ছেড়ে দেয়। এদিকে পুলিশের হাতে আটক মাদক বিক্রেতা তিন ঘণ্টা পর আবার এলাকায় গিয়ে মাদক বিক্রি শুরু করায় এলাকাবাসী পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করে ভৈরব থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, আটক সিরাজ অসুস্থ হয়ে পড়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি এক লাখ ৩৫ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেন। এদিকে মাইগ্যা সিরাজ বলেন, মাসিক চুক্তিতে মাদকের কারবার চালাচ্ছি। তবু পুলিশ হয়রানি করে। তিনি বলেন, পুলিশকে টাকা দিলেও বলা যাবে না। কারণ পুলিশ আবার হয়রানি করবে।
×